দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বেলেঘাটা আইডি হাসপাতালের পরিত্যক্ত মর্গের সামনে থেকে উদ্ধার মৃতের মাথার খুলি ও হাড়গোড়। চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। বেলেঘাটা আইডি হাসপাতালের দীর্ঘদিন ধরে পুরনো মর্গ পরিত্যক্ত অবস্থায় ছিল। আশপাশে জঙ্গল তৈরি হয়ে গিয়েছিল। সেই জঙ্গল পরিষ্কার করার সময় গত দু-দিন ধরে মৃতের মাথার খুলি ও বেশ কিছু হাড়গোড় উদ্ধার হয়েছে। সূত্রের খবর, মানুষের হাত ও পায়ের ১৩টি হাড় উদ্ধার হয়েছে।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার সকালে হাসপাতালের পরিত্যক্ত মর্গের জঙ্গল এলাকায় সাফাইয়ের কাজ করছিলেন কর্মীরা। সেই সময়েই মানুষের খুলি, হাড়গোড় পাওয়া যায়। দু’জন সাফাই কর্মীরা সঙ্গে সঙ্গে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। কী ভাবে সেগুলি এল? হাসপাতাল চত্বরেই প্রকাশ্যে পড়ে রয়েছে সেই সব হাড়গোড়। যা দেখে আঁৎকে উঠেছেন অনেকেই। হাসপাতাল প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যে মর্গের সামনে থেকে খুলি এবং হাড়গোড় উদ্ধার হয়েছে, সেটি প্রায় দু’-তিন বছর ধরে বন্ধ রয়েছে। সম্প্রতি ওই মর্গে সংস্কারের কাজ শুরু হয়। আর সেই সংস্কারের কাজ চলার সময়েই উদ্ধার হয় খুলি এবং হাড়গোড়গুলি।