নিজস্ব সংবাদদাতা :- ছেলেকে হারিয়েছেন। এখন নাতিকেই আঁকড়ে ধরতে চান বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের মা। চার বছরের নাতির হেফাজত চেয়ে তাই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তবে ওই শিশুর খোঁজ পাওয়া যাচ্ছে না। সে কার কাছে আছে, কেউ জানে না। সুপ্রিম কোর্ট এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়ে উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং কর্নাটক সরকারকে নোটিস দিয়েছে।স্ত্রী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ করে আত্মহত্যা করেছেন অতুল সুভাষ। মৃত্যুর আগে ২৪ পাতার চিঠি এবং ৮১ মিনিটের ভিডিও করে গেছেন। তাতে বিস্তারিতভাবে তিনি উল্লেখ করেছিলেন যে কীভাবে ৪ বছরের ছেলের নাম করে তাঁকে ব্ল্যাকমেল করতেন স্ত্রী নিকিতা। মাসে মাসে লক্ষ-কোটি চাওয়া হত তাঁর থেকে। পাশাপাশি খুন সহ একাধিক ভুয়ো মামলায় ফাঁসানোর অভিযোগও করেছিলেন সুভাষ। দীর্ঘ দিন ধরে চলা সেই মানসিক অত্যাচার থেকে মুক্তি পেতেই তিনি আত্মহত্যা করেন। অতুলের পরিবার আগেই দাবি করেছিলেন, ৪ বছরের নাতির মধ্যে নিকিতাদের পরিবার অতুলকেই দেখতে পায়। তাই তাঁরা তাঁর জীবনও নষ্ট করে দিতে পারে। এখন কার্যত সেই দাবি তুলেই সুপ্রিম কোর্টে গেছেন অতুল সুভাষের মা। তিনি এও দাবি করেছেন, বর্তমানে তাঁর নাতি কোথায় আছে, কেমন আছে তা কেউ জানে না। নিকিতারা কিছু বলছেন না। তাঁর জীবনের ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা করছেন অতুলের মা। এই কারণে দ্রুত নাতির কাস্টডি চান তিনি।সূত্রের খবর, পুলিশকে নিকিতা জানিয়েছেন, ফরিদাবাদের একটি বোর্ডিং স্কুলে রয়েছে তাঁদের সন্তান। সে বর্তমানে নিকিতার কাকা সুশীল সিংহানিয়ার হেফাজতে রয়েছে বলেও পুলিশের কাছে দাবি করেছেন তিনি। কিন্তু সুশীল পুলিশকে জানিয়েছেন, শিশুটি কোথায় আছে, তা তিনি জানেন না। সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি এন কোটিশ্বর সিংহের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। আদালত তিন রাজ্যের সরকারকে নোটিস দিয়ে শিশুটির বর্তমান অবস্থান জানতে চেয়েছে।
