দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সংসদে সংবিধান প্রণেতা বিআর আম্বেদকর সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ইতিমধ্যে একাধিক বিরোধী রাজনৈতিক দল এনিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এবার রাস্তায় নেমে প্রতিবাদ করার সিদ্ধান্ত নিল তৃণমূল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় এই প্রতিবাদ কর্মসূচির কথা ঘোষণা করেছেন।রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভাতে এবং কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংঘটিত হবে বলে জানিয়েছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে তীব্র আক্রমণ করে পোস্ট করেছেন মমতা। তাতেই জানিয়েছেন, আগামী ২৩ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত এই প্রতিবাদ মিছিল হবে। তাঁর কথায়, গণতন্ত্র রক্ষার্থে এবং ঘৃণ্য, স্বৈরাচারী বিজেপির সকল চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই এই মিছিল। মমতার সাফ কথা, ”সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের অপমান মানছি না, মানব না। এই জাতিবিদ্বেষী বিজেপি সরকারকে ধিক্কার।”তৃণমূল নেত্রীর কথায়, ”যত দিন যাচ্ছে, তত তাদের দলিত-বিরোধী মুখোশ উন্মোচিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের মর্যাদাকে লঙ্ঘন করেছেন এবং আমাদের সংবিধানের জনক, বাবাসাহেব ড. বি.আর. আম্বেদকর এবং সংবিধানের খসড়া কমিটির বাকি সকল বরণীয় এবং স্মরণীয় ব্যক্তিদের প্রতি বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন।” তাঁর স্পষ্ট কথা, এটি কেবলমাত্র বাবাসাহেবের অপমান নয়, এটি আমাদের সংবিধানের মেরুদণ্ডের উপর একটি আঘাত এবং আমাদের দলিত ও আদিবাসী ভাইবোনদের প্রতি বিশ্বাসঘাতকতা। সংবিধান নিয়ে রাজ্যসভায় আলোচনা চলাকালীন বিরোধীদের খোঁচা দিতে গিয়ে তিনি মন্তব্য করেন, ”এখন একটা ফ্যাশন হয়েছে বারবার আম্বেদকর আম্বেদকর নাম নেওয়া। কিন্তু আম্বেদকরের প্রতি আপনাদের কী অনুভূতি? এতবার ভগবানের নাম নিলে স্বর্গবাস হয়ে যেত।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পরই ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। অমিত শাহকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলা হয়।