Breaking News

তপসিয়ায় বস্তিতে আগুন! অন্তত শতাধিক ঝুপড়ি পুড়ে ছাই,দমকল দেরিতে পৌঁছনোয় ফুঁসে উঠলেন ক্ষতিগ্রস্তরা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বড়দিনের প্রাক্কালে ফের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। শুক্রবার সকালে বাইপাস লাগোয়া তপসিয়ার বস্তিতে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে বিস্তীর্ণ এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। ২০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ করে। এছা়ড়া ঘটনাস্থলে যায় প্রগতি ময়দান থানার পুলিশও। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয় দমকল বাহিনীর।স্থানীয় সূত্রে খবর, বেলা সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে বস্তিতে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে যায় আকাশ। যে জায়গায় আগুন লেগেছে, তার পাশে একটি বহুতলও রয়েছে। বস্তি এলাকায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা। বহু ঝুপড়ি বাড়ি থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তা সিলিন্ডার ফাটার শব্দ বলেই মনে করা হচ্ছে। অন্তত শতাধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আজিজুল হক নামে বস্তির এক বাসিন্দা বলেন, ‘‘আগুন খুব দ্রুত ছড়াতে শুরু করে। আর কানফাটা শব্দ চারিদিকে। আগুনের শিখা ও ধোঁয়া বহু দূর থেকে দেখা যাচ্ছিল।’’দমকল পৌঁছনোর আগেই অবশ্য স্থানীয় লোকজন খাল থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। দমকল আসতে কেন এত দেরি, সেই প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়েরা। স্থানীয় এক বাসিন্দা বললেন, ‘‘আগুন এতটাই ছড়িয়ে পড়েছিল যে, বালতির জলে নেভানো যাচ্ছিল না। দমকল অনেক দেরিতে এসেছে।’’দমকল ও পুলিশ পৌঁছনোর আগেই একে একে আগুন গ্রাস করে বহু ঝুপড়ি, দোকান। এদিকে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়। তাতেই ক্ষোভে ফুঁসে ওঠেন ক্ষতিগ্রস্তরা। পুলিশকে উদ্দেশ্য করে ইট, পাটকেল ছুঁড়তে শুরু করে উত্তেজিত জনতা। নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *