দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- চলতি মাসেই পথচলা শুরু হতে পারে সার্ভে পার্ক মহিলা থানার। জানা যাচ্ছে, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এই নতুন মহিলা থানার আনুষ্ঠানিক সূচনা করবেন। সার্ভে পার্ক মহিলা থানা চালু হলে শহরে মহিলা থানার সংখ্যা হবে ৯টি। কলকাতা পুলিশের অন্যান্য ডিভিশনগুলিতে মহিলা থানা থাকলেও ইস্ট ডিভিশনে এতদিন পর্যন্ত কোনও মহিলা থানা ছিল না। এবার মহিলা থানা পেতে চলেছে ইস্ট ডিভিশন। সার্ভে পার্কে উদ্বোধন হতে চলেছে মহিলা থানা। যেখানে অফিসার ইনচার্জ থেকে শুরু করে ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কনস্টেবল সকলেই মহিলা। অর্থাৎ মহিলা পুলিশকর্মীদের দ্বারা পরিচালিত হবে এই থানা। দ্রুত এই থানা উদ্বোধন করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।লালবাজার সূত্রের খবর, সার্ভেপার্কে যে মহিলা থানা তৈরি হচ্ছে তাতে মোট ৩১ জন পুলিশকর্মী মোতায়েন থাকবে। এতদিন পর্যন্ত এই বিভাগে কোনও মহিলা থানা না থাকায় অভিযোগ থাকলে সে ক্ষেত্রে লালবাজারে যেতে হত মহিলাদের। এবার থানা চালু হয়ে গেলে এলাকার বাসিন্দারা সার্ভে পার্ক মহিলা থানায় অভিযোগ জানাতে পারবেন। শুক্রবার এই থানার উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে বেশ কিছু কাজ এখনও বাকি থাকায় থানার উদ্বোধনের দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এই থানা উদ্বোধন করবেন। তিনি জানান, যত তাড়াতাড়ি সম্ভব এই থানার উদ্বোধন করা হবে। একবার এই থানা চালু হয়ে গেলেই অনেক সুবিধা হবে এলাকার মহিলা বাসিন্দাদের।রাজীব কুমার কলকাতার পুলিশ কমিশনার থাকাকালীন ২০১৮ সালে ১ ফেব্রুয়ারি ইস্ট ডিভিশন তৈরি হয়েছিল। এতদিন কলকাতা পুলিসের সব ডিভিশনে মহিলা থানা থাকলেও একমাত্র এই ইস্ট ডিভিশনে কোনও মহিলা থানা ছিল না। সেই খামতি দূর করতে সার্ভে পার্ক মহিলা থানা তৈরি করা হল।
গত বছর ৬ জুন ক্যাবিনেট মিটিংয়ে সার্ভে পার্ক মহিলা থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছিল। এই নতুন মহিলা থানার জন্য ৩ জন চুক্তিভিত্তিক ড্রাইভার সহ মোট ৩১টি পদের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তারমধ্যে একজন ইনসপেক্টর পদমর্যদার অফিসার, ৫ এসআই, ৫ এএসআই, ১৫ কনস্টেবল রয়েছেন। সবাই মহিলা। বাইপাসের হাইল্যান্ড পার্ক বাসস্টপ থেকে সম্মিলনী মহাবিদ্যালয়ের কাছে বর্তমান সার্ভে পার্ক থানার ভবনে শুরু হচ্ছে এই নতুন মহিলা থানা। নতুন থানাটি চালু হলে, এই ইস্ট ডিভিশনের পূর্ব যাদবপুর, পঞ্চসায়র, আনন্দপুর, কেএলসি, প্রগতি ময়দান, সার্ভে পার্ক এলাকার মহিলাদের অভিযোগ জানাতে আর লালবাজারে ছুটতে হবে না।ইতিমধ্যেই মহিলাদের নিরাপত্তার স্বার্থে লালবাজারে তরফ থেকে বিশেষ মহিলা পুলিশ বাহিনী, উইনার্স বাহিনী, মহিলা রেফ বাহিনী, কুইক রেসপন্স টিম রয়েছে কলকাতা পুলিশের। লালবাজার সূত্রে খবর, এই মহিলা থানায় কলকাতা পুলিশ হেডকোয়ার্টার্স-এর নির্দেশ অনুযায়ী প্রায় ৩১ জন মহিলা পুলিশ কর্মী থাকবেন।