দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অবশেষে গ্রেফতার হলেন নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান হিসেবে কাজ করার জন্য অভিযুক্ত বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আধিকারিকরা তাঁকে গ্রেফতার করে | ধৃতকে আজই আলিপুর আদালতে পেশ করা হয় | বিচারপতি চন্দন মণ্ডলকে ২১ শে ফেব্রুয়ারী পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেন | রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় প্রথম উত্তর ২৪ পরগনার বাগদার ‘রঞ্জনে’র নাম সামনে আনেন। ‘রঞ্জন’ ওরফে চন্দন মণ্ডল চাকরি বিক্রি করছেন বলে অভিযোগ করেন। তারই ভিত্তিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই রঞ্জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। তারপর থেকে রঞ্জনকে একাধিকবার তলব করে সিবিআই। ‘রঞ্জন’ দাবি করেন, তাঁকে উপেন বিশ্বাস ফাঁসিয়েছেন মাত্র। তাঁর সঙ্গে এই দুর্নীতির কোনও সম্পর্ক নেই।সিবিআইয়ের অভিযোগ, নিয়োগ দুর্নীতির দালাল অভিযোগে ধৃত প্রসন্ন রায়কে জেরা করেও ‘রঞ্জনে’র নাম সামনে এসেছে। রঞ্জন এবং প্রসন্ন যে যোগাযোগ রয়েছে, সেই তথ্য উঠে আসে। যদিও রঞ্জনের দাবি, তার সঙ্গে প্রসন্নর ব্যবসায়িক সম্পর্ক ছিল। তার বিরুদ্ধে উপেন বিশ্বাস অভিযোগ জানালেন কেন, তা জানতে সিবিআই তাকে বারবার জেরা করে।
তার সামনে বেশ কিছু নথি এবং তথ্যও তুলে ধরা হয়। সিবিআইয়ের দাবি, বারবার তদন্তকারীদের বিভ্রান্ত করেছে রঞ্জন। সে কারণে অবশেষে গ্রেপ্তার করা হল বাগদার ‘রঞ্জন’কে।এই রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের নাম প্রথমে সামনে আনেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির অভিযোগে তাঁর নাম রাজ্যবাসীর মুখে শোনা যায়। কিন্তু প্রকাশ্যে তাঁর দেখা মেলেনি। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার হতেই কলকাতা হাইকোর্টে নাটকীয়ভাবে দেখা মেলে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ‘বাগদার রঞ্জন’ অর্থাৎ চন্দন মণ্ডলের। এবার তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে।