প্রসেনজিৎ ধর, কলকাতা :- বাংলার মুখ্যমন্ত্রী তিনি। বাংলাতেই করেন লেখালেখি। গান থেকে কবিতা, ভাষণ, সবই মাতৃভাষায়। ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক ভাষা দিবসে বাংলা ভাষাকে সমৃদ্ধ করে তোলার কথাই বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জানালেন, বাংলা ভাষায় শব্দভাণ্ডার আরও বর্ধিত করা প্রয়োজন। যত বেশি বাড়বে দেওয়া-নেওয়া, ততই বিস্তার ঘটবে বাংলা ভাষার, মন্তব্য বাংলার মুখ্যমন্ত্রীর।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশপ্রিয় পার্কে ভাষা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাজ্ঞাপণ করেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে নেতামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, সাহিত্যিক নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, জয় গোস্মামী, শ্রীজাত, গায়ক প্রতুল মুখোপাধ্যায়-সহ একঝাঁক শিল্পী-সাহিত্যিক।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন,’বৈচিত্রের মধ্যে ঐক্যর অর্থ যেমন সকলকে এক করা, তেমনই ভাষার বৈচিত্র কিন্তু হৃদয়ের বৈচিত্রেরও অঙ্গীকার। হৃদয়কে সঙ্কীর্ণ করে রাখলে, তার বিস্তার হয় না। মূল ঐতিহ্যকে ঠিক রেখে, যত বেশি দেওয়া-নেওয়া হবে, তত বেশি বিস্তার হবে বাংলা ভাষার। কতগুলি শব্দ আছে বাংলায়। যেমন, কেউ জল বলেন, কেউ বলেন পানি। এটাকে মেনে নিতে হবে।’
তিনি আরও বলেন,’এখন আমরা কথার মধ্যে অনেক সময় ইংরাজিও বলেন ফেলি। ইচ্ছা করে বলি তা নয়। যেমন আমি যদি বলি কারারক্ষী। এটা কজন বুঝবেন। কিন্তু জেলরক্ষী বললেন অনেকে বুঝবেন।’ নাম দেওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন,’এমন নাম দেওয়া উচিত। এমন কথা বলা উচিত যেটা মানুষের কাছে পৌঁছবে। ল্যাঙ্গুয়েজ মিনস কমিউকেশন।’ তিনি অন্য ভাষাকে শেখার পক্ষে সাওয়াল করে বলেন, ‘ বাংলা ভাষা জানলেও অনেকে ইংরাজিতে কথা বলেন। ইংরাজি শেখা জরুরি। কিন্তু বাড়িতে যখন বাবা-মার সঙ্গে খাবার টেবিলে কথা বলবে তখন কেন বাংলায় বলবেন না।’
Hindustan TV Bangla Bengali News Portal