দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে সাধারণ মানুষের যে অভিযোগগুলি জমা পড়ে রয়েছে তা দ্রুত নিষ্পত্তি করতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর সেই কারণে সোমবার রাজ্যের পনেরোটি দফতরকে নিয়ে গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। প্রতিটি দফতরের সচিবদের নিয়ে এই বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে পনেরোটি দফতর এদিনের বৈঠকে রয়েছে, সেগুলি হল স্বরাষ্ট্র, অর্থ, শ্রম, শিক্ষা, নগরোন্নয়ন, কৃষি, স্বাস্থ্য, খাদ্য বণ্টন, সংখ্যালঘু উন্নয়ন , ভূমি সংস্কার, অনগ্ৰসর শ্রেণী, পূর্ত দফতর, পঞ্চায়েত, শিশু ও সমাজ কল্যাণ এবং সিএমও। অর্থাৎ, যে দফতরগুলির সঙ্গে বিভিন্ন জনমুখী প্রকল্প জড়িয়ে রয়েছে, সেই সব দফতরগুলিকে নিয়ে এদিন বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী।নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী দু’টি বিষয়ে নির্দেশ দিয়েছেন। এক, প্রতিটি দফতরে একটি করে টাস্ক ফোর্স গঠন করতে হবে। এই টাস্ক ফোর্সের মাথায় থাকবেন সেই দফতরের সচিব। প্রত্যেকটি জেলায় একজন অতিরিক্ত জেলাশাসককে সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে। নবান্নের অভিযোগ সেলে এখনও পর্যন্ত যত সমস্যা লিখিত আকারে এসেছে তাকে দফতরওয়াড়ি হিসাবে ভাগ করে ফেলেছে রাজ্য সরকার। সেই সমস্যা সংশ্লিষ্ট জেলাগুলিকে পাঠানো হয়েছে। দুই, রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যে সব সমস্যা এখনই সমাধান করা সম্ভব তা করে ফেলতে হবে। এছাড়া আর যেসব সমস্যা আছে যেগুলি করতে সময় লাগবে সেগুলির প্রক্রিয়া শুরু করে দিতে হবে। একদিকে সামাজিক প্রকল্প—কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সমস্যা থাকলে দ্রুত সমাধান করতে হবে। আর রাস্তা, সেতু, পানীয় জল, দীর্ঘ রাস্তায় আলোর বন্দোবস্ত করার কাজ শুরু করতে হবে।
তবে সেক্ষেত্রে অগ্রাধিকার হিসেবে বেছে নিতে হবে কাজগুলিকে। যেখানে অর্থ লাগবে সেগুলি একটু পরে করতে হবে। আর যে কাজগুলি সঠিক যোগাযোগের জন্য হয়নি সেটা আগে করতে হবে।নবান্ন সূত্রে খবর, সারা রাজ্য থেকে এখনও পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ লক্ষ সমস্যা এবং পরামর্শ জমা পড়েছে দিদির দূতদের কাছে। সেগুলি এসেছে নবান্নে। তারপর ভাগ করে সমস্যাগুলি দফতরে দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার সেগুলি দ্রুততার সঙ্গে শেষ করতে বলা হয়েছে। অনেক কাজ সঠিক সমন্বয়ের অভাবে ঝুলে রয়েছে। সেগুলিকে দ্রুততার সঙ্গে সমাধান করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যাতে মানুষ বুঝতে পারেন, তাঁদের বলা কথা বিফলে যায়নি।