Breaking News

‘দিদির দূত’ শতাব্দীকে ঘিরে বিক্ষোভ,শতাব্দীর সামনে ক্ষোভে ফেটে পড়লেন মহম্মদবাজারের মহিলারা!

প্রসেনজিৎ ধর :-দিদির দূত হয়ে গ্রামে গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়লেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। এদিন মহম্মদবাজারের মকদমপুরে মহিলাদের বিক্ষোভের সামনে পড়েন তিনি। এই নিয়ে পর পর ২ দিন গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হল শতাব্দীকে। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সাংসদ।পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি চালু করেছে তৃণমূল।

কর্মসূচির অংশ হিসেবে ‘দিদির দূত’ হিসেবে জনপ্রতিনিধিরা যাচ্ছেন এলাকার বাসিন্দাদের বাড়িতে। শুনছেন তাঁদের সমস্যা। করছেন সমাধান। সেই কর্মসূচির অংশ হিসেবে সোমবার বীরভূমের মহম্মদবাজারের মকদমপুরে যান সাংসদ শতাব্দী রায়। তিনি এলাকায় প্রবেশ করতেই পথ আটকান মহিলারা। জানান, শৌচাগার পাননি তাঁর। সেই সঙ্গে তুলে ধরেন প্রবল জলের সমস্যার কথাও। তা নিয়ে দীর্ঘক্ষণ চলে অশান্তি। যদিও পরবর্তীতে সাংসদের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।এ বিষয়ে সাংসদ শতাব্দী রায় বলেন, “অভিযোগ পেলাম, অনেকেই দাবি করলেন নির্মল বাংলা মিশনে শৌচালয় পাননি। বিষয়টা খতিয়ে দেখা হবে।” পানীয় জলের সমস্যা প্রসঙ্গে শতাব্দী বলেন, “পানীয় জলের লাইন গিয়েছে। তবে অনেক জায়গায় জল পৌঁছয়নি। তবে দ্রুতই সেটাও হয়ে যাবে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *