প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্য পুলিশের তরফে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে সার্কুলার জারি করা হল, যাতে পরিষ্কার বলা হয়েছে যে, আইনশৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারদের দেওয়া যাবে না। সিভিক ভলান্টিয়ারদের নিয়ে এবার সার্কুলার জারি রাজ্য পুলিশের শীর্ষ মহলের। এবার থেকে আইনশৃঙ্খার রক্ষার ক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া যাবে না সিভিক ভলান্টিয়ারদের। এমনই নির্দেশিকা জারি করেছে রাজ্য পুলিশ। সম্প্রতি সিভিক ভলান্টিয়ারদের দিয়ে স্কুলে পড়ানোর প্রকল্প ঘোষণায় ব্যাপক অস্বস্তিতে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। একটি জেলার প্রাইমারি স্কুলে সিভিক ভলান্টিয়ারদের দিয়ে পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তীব্র সমালোচনার মুখে পড়ে শেষমেশ সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় প্রশাসন।উল্লেখ্য সিভিক ভলান্টিয়াররা কী কাজ করতে পারবেন বা তাঁদের কোন কোন কাজের ক্ষেত্রে দায়িত্ব দেওয়া যাবে এসব নিয়েই বিস্তারিত একটি গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আগামী ২৯ মার্চের মধ্যে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে একটি গাইডলাইন তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো এবার গাইডলাইন তৈরি করেছে রাজ্য পুলিশ। শুক্রবার সিভিক ভলান্টিয়ারদের নিয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।সিভিক ভলান্টিয়ারদের নিয়ে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে আইনশৃঙ্খলাজনিত কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা যাবে না। তাঁরা ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজ্য পুলিশের কর্মীদের সহায়তা করতে পারবেন। শুধু তাই নয়, বিভিন্ন উৎসবের সময় ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রেও তাঁদের কাজে লাগানো যাবে। এছাড়াও রাস্তার ধারের বেআইনি পার্কিং রুখতেও নজরদারি চালাতে পারবেন সিভিক ভলান্টিয়াররা।
সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে পুলিশকর্মীদের সাহায্যকারী হিসেবে কাজ করবেন সিভিক ভলান্টিয়াররা।সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক ভলান্টিয়ার পদোন্নতির প্রস্তাব দিয়েছিলেন। ভাল কাজ করলে কনস্টেবল পদে নিয়োগ করার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে তা নিয়ে এই নির্দেশিকায় কিছু বলা হয়নি। রাজ্য পুলিশে এখন ১ লক্ষ ৭ হাজার ১৫ জন সিভিক ভলান্টিয়ার রয়েছেন। কলকাতা পুলিশ এলাকায় রয়েছেন ৬ হাজার ৯৩২ জন। সিভিক ভলান্টিয়ারদের বেতন ৯ হাজার টাকা। আর কম্পিউটার সম্পর্কে জ্ঞান আছে এমন সিভিক ভলান্টিয়াররা থানায় ডেটা এন্ট্রির কাজ করেন। আবার রাস্তায় ভিড় নিয়ন্ত্রণ, লাইন সামলানো এবং যান নিয়ন্ত্রণের কাজ করেন সিভিক ভলান্টিয়ারা। থানাতেও মোতায়েন রাখা থাকে। তাঁরা পুলিশ অফিসারদের সহযোগিতা করেন।