Breaking News

দু’‌কোটি টাকার সোনা উদ্ধার, কলকাতা স্টেশন থেকে ধরল জিআরপি!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতা স্টেশন থেকে উদ্ধার হল একেবারে দু’‌কোটি টাকার সোনা। আগে একবার হাওড়া স্টেশন থেকে সোনা উদ্ধার হয়েছিল। এবার কলকাতা স্টেশন সংলগ্ন উড়ালপুল থেকে সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করল জিআরপি। আর তাদের তল্লাশি চালাতেই প্রায় তিন কেজি সোনার বিস্কুট উদ্ধার হল। তারপরে ওই দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম সুভাষ চন্দ্র এবং কামার দান। তাদের বাড়ি রাজস্থানে।রেল পুলিশ জানিয়েছে, ওই সোনার বাজারমূল্য প্রায় দু’কোটি টাকা। অথচ তার কোনও নথি দেখাতে পারেননি ধৃতেরা। শুক্রবার শিয়ালদহ রেল পুলিশ ধৃতদের বিশেষ আদালতে তুললে বিচারক তাদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। রেল পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে ব্যাগ নিয়ে স্টেশনের উড়ালপুল দিয়ে হেঁটে যাচ্ছিলেন সুভাষ ও কামার। তাঁদের আচরণ দেখে সন্দেহ হয় কর্তব্যরত জিআরপি কর্মীদের। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালাতেই ওই দু’জনের কথায় অসঙ্গতি ধরা পড়ে।

তখন তাঁদের নিয়ে যাওয়া হয় থানায়। সন্দেহের বশে জিআরপি সুভাষ ও কামারের সঙ্গে থাকা ব্যাগ পরীক্ষা করলে সেখান থেকে উদ্ধার হয় ৩০টি সোনার বিষ্কুট। সব বিস্কুট কাগজে মোড়ানো অবস্থায় ব্যাগের নীচে রাখা ছিল। যার এক-একটির ওজন ১১৬ গ্রাম বলে জানা গিয়েছে। বাজেয়াপ্ত হওয়া সোনার ওজন প্রায় তিন কেজি।পুলিশ জানিয়েছে, ধৃতেরা সোনা পাচারের বাহক। বড়বাজার থেকে ওই সোনা নিয়ে যাওয়ার জন্য বুধবার তাঁরা যোধপুর এক্সপ্রেসে হাওড়ায় আসেন। সেখান থেকে বড়বাজারে গিয়ে সোনা সংগ্রহ করেন। ওই সোনা নিয়ে রাজস্থানে যাওয়ার জন্য বৃহস্পতিবার দুপুরে কলকাতা স্টেশনে পৌঁছন দু’জন। সেখান থেকে অনন্যা এক্সপ্রেসে তাঁদের যাওয়ার কথা ছিল।রেল পুলিশের অনুমান, ধৃতেরা সোনা পাচার চক্রের সঙ্গে এজড়িত। এর আগেও তাঁরা কলকাতায় এসে পাচারের উদ্দেশ্যে সোনা নিয়ে গিয়েনছে। বড়বাজারের কোথা থেকে ওই সোনা তাঁরা সংগ্রহ করেছিলেন, তা জানার চেষ্টা চলছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *