দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে একাধিক হাসপাতালে চিকিৎসকের অভাব রয়েছে এখনও। হাসপাতালগুলিতে পরিষেবা অব্যাহত রাখতে সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে চিকিৎসকের আকাল মেটাতে ডাক্তারদের জন্য একটি ডিপ্লোমা কোর্স চালু করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে উৎকর্ষ বাংলা সম্পর্কিত উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ডাক্তারদের আমরা একটা ডিপ্লোমা কোর্স চালু করতে পারি কি না দেখো। ইঞ্জিনিয়ারদের মতো। তাহলে অনেক ছেলে মেয়ে ডাক্তারি ডিপ্লোমা কোর্সে সুযোগ পাবে। ৫ বছরের প্রশিক্ষণের পর যে চিকিৎসকদের আমরা পাচ্ছি তাতে অনেকটা সময় যাচ্ছে। কিন্তু যদি আমরা সমান্তরালভাবে যেহেতু সিট বাড়ছে, হাসপাতাল বাড়ছে লোকসংখ্যা বাড়ছে, শয্যা বাড়ছে,যদি তোমরা একটা ডিপ্লোমা কোর্স করে অন্তত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোয় নিয়োগ করতে পারো তাহলে আমার মনে হয় এরা খুব ভালো ফল দেবে’। মুখ্যমন্ত্রীর প্রস্তাব ট্রেনিংয়ের নাম করে অতিরিক্ত সময় নষ্ট করবেন না। স্যালাইন এবং অক্সিজেন দেওয়া, ওষুধ দেওয়া সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে নার্সদের বেশিদিনের প্রশিক্ষণের প্রয়োজন নেই। ইঞ্জিনিয়ারদের মতো চিকিৎসকদের জন্য ডিপ্লোমা কোর্স চালু করা যেতে পারে। তার ফলে পাঁচ বছরের পরিবর্তে তিন বছরে ডিপ্লোমা কোর্স পাশ করলেই পাওয়া যাবে চিকিৎসক| বিশেষজ্ঞ চিকিৎসকরাই তাঁদের প্রশিক্ষণ দেবেন। তাঁদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো যেতে পারে। তাতে সকলেই উপকৃত হবেন বলেই আশাবাদী মমতা। প্রয়োজনে স্বাস্থ্যসচিবকে কমিটি তৈরি করার নির্দেশ মুখ্যমন্ত্রীর।