প্রসেনজিৎ ধর :-বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার | তারপর থেকেই সরগরম রাজনৈতিক মহল থেকে বিনোদন জগৎ | মঙ্গলবার এ নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন শাসকদল ঘনিষ্ঠ শিল্পী শুভাপ্রসন্ন | আর সেই ধারা অব্যাহত |’মানুষ পরিবর্তন চেয়েছিল, কিন্তু মমতাকে দিয়ে নয়’ | মঙ্গলবার বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা নিয়ে সমালোচনা করেছিলেন | আর বুধবার কার্যত বোমা ফাটালেন শুভাপ্রসন্ন | চিত্রশিল্পীর দাবি, সরকার শোষকের ভূমিকা নিলে পাল্টে দেব | এদিন বড়সড় বোমা ফাটালেন শিল্পী | ঠিক কী বললেন শুভাপ্রসন্ন? মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে শিল্পী বলেন, “মানুষ পরিবর্তন চেয়েছিল, তবে মমতাকে দিয়ে নয় | কিন্তু সেই সময় কোনো বিকল্প না থাকায় আমরা মমতাকে নিয়ে এসেছি |”প্রসঙ্গত,সেই ক্ষমতায় আসার আগে থেকে মমতার ছায়াসঙ্গী শিল্পী শুভাপ্রসন্ন| সিঙ্গুর, নন্দীগ্রাম থেকে শুরু করে পরবর্তীতে সিএএ আন্দোলন থেকে ২১শে জুলাইয়ের মঞ্চ, সবেতেই তিনি ছিলেন পাশে | আর আজ সেই শুভাপ্রসন্নর মুখে এহেন কথা শুনে চমকে উঠছে সকলে | তাহলে কী সত্যিই দূরত্ব প্রকট হয়েছে দুজনের মধ্যে,উঠছে প্রশ্ন।শুধু তাই নয়, এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে শুভাপ্রসন্ন বলেন, ” এই পরিবর্তন চাই, এর কারিগর আমি | আমরা হেঁটেছি, সমস্ত বুদ্ধিজীবী মানুষকে এক করেছি | মমতাকে কেও চিনত না। মমতা কোথাও এলে মানুষ চলে যেত| এমন এমন জায়গায় মমতাকে নিয়ে যাওয়ার কথা হয়েছিল, যেখানে উনি উপস্থিত থাকলে অন্য ভাইরা, ব্যবসায়ী, বড়রা শুধুমাত্র মমতা এলে চলে যাবে বলে তাকে আনা হয়নি |”
এখানেই শেষ নয়, এরপর পুরোনো দিনের অভিজ্ঞতা ভাগ করে শিল্পী বলেন, “মমতার ওইরকম উচ্চারণ, কথা-বার্তা শুনে সমস্ত এলিট যারা বসেছিল সেখানে, সবাই ব্যাঙ্গ-বিদ্রুপ করছিল | আমি প্রোটেস্ট করেছিলাম |” মমতা কখনও শোষকের ভূমিকা নিলে ভবিষ্যতে সরকার বদলে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মমতার শুভা দা | চিত্রশিল্পী আরও বলেন, “আমি তো মমতার চাকরিও করি না,তৃণমূলের সদস্যও নই, রাজ্যসভার পদলোভীও নই, কিছুই নই,সুতরাং আমার কিসের ভয়, কিসের পরোয়া?”