Breaking News

কালিয়াগঞ্জে নাবালিকাকে ‘ধর্ষণ করে খুনের’ ঘটনায় ৩ সদস্যের সিট গঠন করল আদালত!রয়েছেন দময়ন্তী সেন-সহ ৩ আধিকারিক

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় সিট গঠন করে দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, আইপিএস দময়ন্তী সেন ও প্রাক্তন সিবিআই কর্তা উপেন্দ্রনাথ বিশ্বাসকে নিয়ে তৈরি হল সিট। ৩ সদস্যের সিটে আধিকারিকদের নির্বাচিত করেন হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। হাইকোর্টের নজরদারিতে কাজ করবে বিশেষ তদন্তকারী দল। ২৮ মে মধ্যে সিটকে প্রাথমিক রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালত জানিয়েছে, সিটের সদস্যরা যৌথভাবে ঠিক করবেন নাবালিকার দেহের দ্বিতীয় ময়নাতদন্ত প্রয়োজন আছে কি না। প্রয়োজন মনে করলে দেহের ফের ময়নাতদন্ত করাতে পারবেন তাঁরা। রাজ্য পুলিশকে তাঁদের সব রকম সাহায্য করতে হবে বলে জানিয়েছেন বিচারপতি। সঙ্গে জানিয়েছেন, সিটের সদস্যরা তদন্ত চলাকালীন প্রকাশ্যে তাঁদের মত জানাতে পারবেন না। তিনি বলেন, সত্য সামনে আসা দরকার।

এদিন সিটে পঙ্কজ দত্তের অন্তর্ভুক্তি নিয়ে আপত্তি জানায় রাজ্য। তবে আদালত তা গ্রাহ্য করেনি। বিচারপতি বলেন, তিন সদস্যের দল যৌথভাবে সিদ্ধান্ত নেবে। ফলে একজনের সিদ্ধান্তের প্রভাব সর্বোপরি হওয়ার সম্ভাবনা নেই।বিচারপতির আরও নির্দেশ, হাই কোর্টের নজরদারিতে তদন্ত করবে সিট। সমস্ত নথিপত্র সিটের হাতে তুলে দেবে পুলিশ, সেই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন মনে করলে সিটের সদস্যরা দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে পারেন। তবে তদন্ত চলাকালীন কোথাও কোনও ইন্টারভিউ দিতে পারবেন না। আগামী ২৮ জুনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে সিটকে। এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *