প্রসেনজিৎ ধর, কলকাতা :- অবশেষে নতুন কমিশনার পাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহাই হচ্ছেন নতুন নির্বাচন কমিশনার। টালবাহানার পর অবশেষে সেই নামেই রাজ্যপাল অনুমোদন দিয়েছেন বলে সূত্রের খবর। নতুন কমিশনার হিসেবে রাজীব সিনহার দায়িত্ব গ্রহণ সময়ের অপেক্ষা।অর্থাৎ সৌরভ দাসের পর রাজ্য নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহা। গত ২৮ মে-র পর থেকে রাজ্যে নির্বাচন কমিশনার ছিলেন না। কবে নতুন রাজ্য নির্বাচন কমিশনার আসবেন, তা নিয়ে উঠছিল প্রশ্ন। সেই নিয়ে রাজ্য এবং রাজভবনের মধ্যে সংঘাতও দেখা দেয়। রাজ্যপাল দ্বিতীয় এবং তৃতীয় নামও চেয়ে পাঠান বলে জানা যায়। প্রকাশ্যে তা নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। যদিও রাজ্যপাল জানান, সঠিক সময়ই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের কার্যকালের মেয়াদ শেষ হয় গতমাসেই। তারপর থেকে রাজ্যে নির্বাচন কমিশনারের পদ খালি পড়েছিল। সেই নিয়ে বার বার প্রশ্ন ওঠে।
রাজ্যের তরফে নাম পাঠানো সত্ত্বেও, রাজভবনের তরফে অনুমোদন মেলেনি বলে জানা যায়। শোনা যায়, রাজ্যপাল রাজীব ছাড়াও আরও বেশ কয়েকটি নাম চেয়ে পাঠান। তা-ও পাঠানো হয়। তার পরেও কেন গড়িমসি, তা নিয়ে মুখ খোলেন স্বয়ং মমতা। রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে সম্প্রতি তিনি বলেন, “পছন্দ না হলে ফাইল ফিরিয়ে দিন। সামনে পঞ্চায়েত নির্বাচন আছে। আমি মাথা নিচু করছি না। কোনও বার সমস্যা হয়নি। এই প্রথম হল। আশাকরি শুভবুদ্ধির উদয় হবে।” এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে রাজ্যপাল আবার বলেন, “সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।”সংবিধান বিশেষজ্ঞদের একাংশের মতে, সংবিধানের ৩২৪(১) ধারায় নির্বাচন কমিশনকে রাজ্যে রাজ্যে বিধানসভা এবং লোকসভা নির্বাচন পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে। সংবিধান সংশোধন হওয়ার পর ২৪৩-কে ধারায় রাজ্য নির্বাচন কমিশনকেও পঞ্চায়েত এবং পুর নির্বাচন পরিচালনার জন্য একই ক্ষমতা দেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, রাজ্য সরকারের প্রস্তাবিত নামে রাজ্যপালের সম্মতি দেওয়াই প্রথা।
Hindustan TV Bangla Bengali News Portal