দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের দিলীপ ঘোষের তোপের মুখে তৃণমূল সরকার | বুধবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণের সময়ে শাসক দল এবং তাঁর নেতা কর্মীদের তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি।এদিন করমণ্ডল দুর্ঘটনায় মুখ্যনন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, “উনি মনে মনে চান অ্যাক্সিডেন্ট হোক, খুনখারাপি হোক। উনি রেলমন্ত্রী থাকাকালীনও যখন যা ঘটেছে, অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছেন।
উনি রক্ত নিয়েই রাজনীতি করেন।” করমণ্ডল কাণ্ডের জন্য দার্জিলিং সফর বাতিল করেছেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গে দিলীপের দাবি, ‘ভাইপো উত্তরবঙ্গ গিয়ে দেখে নিয়েছে ওখানে তৃণমূল উঠে গেছে। ফলে ওখানে গিয়ে ছবি হবে না। তাই ছবি যেখানে ভালো উঠবে উনি সেখানে যান’।দময়ন্তী সেনের বদলির পিছনেও রাজনীতি রয়েছে বলেই দাবি দিলীপের। তিনি বলেন, ” ওনার নিরপেক্ষতা ও যোগ্যতা প্রশ্নাতীত। এর জন্য শাস্তিও পেতে হয়েছে। এখনও তাই হচ্ছে। দময়ন্তীর মতো অফিসার পুলিস বিভাগের গর্ব। তাঁদের মাথা নোয়াতে পারছে না বলে এদিক ওদিক করে কাজই করতে দিচ্ছে না।” পালটা দিতে ছাড়েনি তৃণমূল। কুণাল ঘোষ বলেন, “রক্ত নিয়ে রাজনীতি সিপিএমের আমলে হয়েছে। গণহত্যা হয়েছে একের পর এক। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এর প্রতিবাদ করেছেন, তখন দিলীপবাবু হাফ প্যান্ট পড়ে আরএসএস করছেন। তাই ওনার পক্ষে জানা সম্ভব নয়।”