দেবরীনা মণ্ডল সাহা :-ফের উত্তপ্ত বাঁকুড়া। তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পাইলট কারে বিজেপি নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সোমবার সায়ন্তিকা বাঁকুড়া থেকে যাচ্ছিলেন কলকাতা। সেই সময় বাঘাজলে বাঁকুড়া-আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করেছিল বিজেপি।
নেতৃত্বে ছিলেন গেরুয়া শিবিরের সাংসদ সৌমিত্র খাঁ। অভিযোগ, তখনই তৃণমূল নেত্রীর পাইলট কারে হামলা চালায় বিজেপি। ভাঙা হয় পুলিশের গাড়ি। দেখানো হয় বিক্ষোভ। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।তৃণমূলের অভিযোগ, ক্রমাগত ইট ছুঁড়েছিল বিজেপি কর্মীরা। দল সূত্রেই খবর, আহত হননি নেত্রী।বিজেপি প্রার্থীদের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দিচ্ছে তৃণমূল, এই অভিযোগ তুলে বাঁকুড়া-আরামবাগ রাজ্য সড়কের উপর বাঘাজলে গত ২ ঘণ্টা ধরে পথ অবরোধ করে বসে রয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ | সেখান দিয়েই বাঁকুড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল সায়ন্তিকার গাড়ি | অভিযোগ, সেই তাঁর গাড়ির উপরে অতর্কিতে হামলা চালান বিজেপি কর্মী সমর্থকেরা | সায়ন্তিকাকে ঘিরে চলে তুমুল বিক্ষোভ | স্থানীয় সূত্রের খবর, বিক্ষোভের জেরে একটা সময়ে পিছু হঠতে শুরু করেন সায়ন্তিকা |এদিকে, সায়ন্তিকার পায়লটের কারে হামলার ঘটনায় পাল্টা অভিযোগ তুলেছেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ| তাঁর অভিযোগ, ‘‘সায়ন্তিকা হার্মাদ নিয়ে গুন্ডাগিরি করতে এসেছিল |’’
Hindustan TV Bangla Bengali News Portal