প্রসেনজিৎ ধর, কলকাতা :- দোষীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে হয়েছিল কলকাতা পুরনিগমকে | আর তার জেরেই গত ৫ মাসে ৩৫জনকে ১ লক্ষ টাকা করে জরিমানা করেছে আদালত। নজরে ডেঙ্গু প্রতিরোধ। প্রতি বছর বর্ষা এলেই কলকাতা সহ রাজ্যের বুকে হানা দেয় ডেঙ্গু। অনেকেই আক্রান্ত হন তাতে। ঘটে প্রাণহানীর ঘটনাও। সেই ঘটনা ঠেকাতেই কলকাতা পুরনিগমের তরফে থেকে লাগাতার অভিযান চালানো হচ্ছে। সেই সব অভিযানে যেখানেই দেখা যাচ্ছে বার বার বারণ করা সত্ত্বেও বাড়ির আশপাশে ফুলের টবে, ভাঙা আসবাব পত্রে জল জমানোর প্রবণতা কমছে না এবং সেখানে দেখা মিলছে ডেঙ্গু মশার লার্ভা, সেখানেই বাড়ির বাসিন্দার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হচ্ছে কলকাতা পুরনিগম। সেই সূত্রেই আদালত গত ৫ মাসে ৩৫জনকে ১ লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দেয়।বাড়িতে জমা জল ঠেকাতে তৎপর পুরসভার আধিকারিকরা। সময়ের সঙ্গে সঙ্গে চরিত্র বদলেছে ডেঙ্গুর বাহক এডিস ইজিপ্টাই। আগে এডিস মশা পরিষ্কার জলে ডিম পাড়ত। বাড়ির আনাচে কানাচে, পরিত্যক্ত পাত্রে জমে থাকা জলে জন্ম হত এডিস মশার। এখন নোংরা জলেও জন্মাচ্ছে এডিস মশা। বিপদ সেখানেই। বাড়ির চারপাশ পরিষ্কার রাখেন না অনেকেই। শহর কলকাতায় খোলা ড্রেনও রয়েছে কিছু বাড়িতে।