দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তলব পেয়ে মঙ্গলবার ইডি দফতরে না যাওয়ার কথা আগেই জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ইডিকে চিঠি দিয়ে এবার সে কথা জানালেন তৃণমূল সাংসদ। পাশাপাশি, ঠিক কোন কারণে তাঁকে এই তদন্তে তলব করা হল, সে ব্যাপারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছ থেকে ব্যাখ্যা চাইলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সিজিও কমপ্লেক্সে হাজিরা এড়িয়ে দীর্ঘ ১৫ পাতার চিঠি পাঠালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় সংস্থার দফতরে হাজিরা দিতে ‘নবজোয়ার’ স্থগিত রেখে কলকাতায় ফিরেছিলেন। দীর্ঘ ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসে অভিষেক দাবি করেন, এতক্ষণের জেরার ‘নিটফল জিরো’। পাশাপাশি জানিয়ে দেন, বারবার ‘সময় নষ্ট করতে’ তলবে সাড়া দিতে পারবেন না তিনি। এরই মাঝে অবশ্য তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কয়লা কেলেঙ্কারি মামলায় তলব করেছিল ইডি |
মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল অভিষেককে। গত ৮ জুন এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে অভিষেক জানিয়েছিলেন, তিনি ইডি দফতরে হাজিরা দেবেন না। মঙ্গলবার ইডিকে ১৫ পাতার চিঠি পাঠিয়ে সে কথা এ বার আনুষ্ঠানিক ভাবে জানালেন অভিষেক। চিঠিতে অভিষেক লিখেছেন যে, ‘নবজোয়ার’ কর্মসূচিতে তিনি কলকাতার বাইরে রয়েছেন। আগামী ৮ জুলাই পঞ্চায়েত ভোট। এই কারণে তিনি ব্যস্ত রয়েছেন। গত বৃহস্পতিবার ইডির তলব প্রসঙ্গে সংবাদমাধ্যমে ‘তৃণমূলের সেনাপতি’ বলেছিলেন, ‘‘আমার সৌজন্য আমার দুর্বলতা নয়। আপনি যখন ডাকবেন, তখনই আমাকে যেতে হবে, তা নয়। পঞ্চায়েত ভোটের আগে ইডির দফতরে গিয়ে ১০-১২ ঘণ্টা অপচয় করার মতো সময় আমার হাতে নেই। ৮ জুলাই পঞ্চায়েত ভোট। তার পরে আপনারা যখন ডাকবেন, তখনই যাব।’’ ওই দিনই কয়লা পাচার মামলায় অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সেই জিজ্ঞাসাবাদ সেরে রুজিরার বেরোনোর ১৫ মিনিটের মধ্যেই তাঁকে তলব করা হয় বলে দাবি করেছিলেন অভিষেক।এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে, অভিষেক এই হাজিরা এড়ানোয় আরও একটি নোটিশ তাঁকে পাঠাতে পারে কেন্দ্রীয় সংস্থা।