Breaking News

পঞ্চায়েত ভোটে কেন অতি সক্রিয় জাতীয় মানবাধিকার কমিশন?এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগে এবার আদালতের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা।পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটছে। কোথাও বোমাবাজি, তো কোথাও গুলি চালানোর খবর আসছে। সেই আবহে জাতীয় মানবাধিকার কমিশন বাংলায় নিজেদের পর্যবেক্ষক পাঠাবে বলেছিল। এবার জাতীয় মানবাধিকার কমিশনের সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য নির্বাচন কমিশন।

কলকাতা হাইকোর্টে দায়ের করা মামলায় রাজ্য নির্বাচন কমিশনের তরফে প্রশ্ন তোলা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের উপর জাতীয় মানবাধিকার কমিশনের কি আদৌ নজরদারি করার এক্তিয়ার আছে? নির্বাচন কমিশনের যুক্তি, একটি স্বাধীন সংস্থার কাজের উপর অন্য স্বাধীন সংস্থা নজরদারি করতে পারে না। কলকাতা হাইকোর্টে চলতি সপ্তাহে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হতে পারে।উল্লেখ্য রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করার পরে গত রবিবার জাতীয় মানবাধিকার কমিশনের তরফে পর্যবেক্ষক নিয়োগের ঘোষণা করা হয়। কমিশনের তরফে জানানো হয়, কমিশনের ডিজি (তদন্ত) বিশেষ পর্যবেক্ষক হিসাবে কাজ করবেন। রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় রেখেই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট সংক্রান্ত পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন তিনি। শুধু তাই নয় যে এলাকাগুলিতে পঞ্চায়েত ভোটের সময় অশান্তির আশঙ্কা রয়েছে, সেই জায়গাগুলি চিহ্নিত করে কমিশনকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবেন ডিজি। জাতীয় মানবাধিকার কমিশনের এই পদক্ষেপের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য নির্বাচন কমিশন।এই মামলায় রাজ্যের তরফে দাবি করা হয়েছে যে, একটি বিধিবদ্ধ সংস্থার উপর আরেকটি বিধিবদ্ধ সংস্থা এভাবে নজরদারি করতে পারে না। তাঁদের যুক্তি, নির্বাচনে যেকোনও ধরনের পর্যবেক্ষক নিয়োগের ক্ষমতা একমাত্র নির্বাচন কমিশনের আছে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *