Breaking News

ফলপ্রকাশের পরেই বড় ঘোষণা নির্বাচন কমিশনের!গণনার দিন ব্যালট চুরি,রাজ্যের বেশ কিছু বুথে ফের নির্বাচনের নির্দেশ কমিশনের

দেবরীনা মণ্ডল সাহা :-রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে নজিরবিহীন নির্দেশ নির্বাচন কমিশনের | পঞ্চায়েত ভোটের গণনা পর্ব মিটে যাওয়ার পর রাজ্যের একাধিক বুথে ফের নির্বাচনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর মধ্যে হাওড়ার সাঁকরাইলে সবচেয়ে বেশি বুথে ভোট হবে। সাঁকরাইলে মোট ১৫টি বুথে পুনর্নিবাচনের নির্দেশ দিয়েছে কমিশন। এছাড়া সিঙ্গুরের একটি বুথে ফের ভোটের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া উত্তর ২৪ পরগনা হাবড়ার ২ নম্বর ব্লকের ৪ টি বুথে ভোট বাতিলের কথা বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করেছে কমিশন।পঞ্চায়েত আইনের ৬৮ নং ধারার উপধারা-২ এর অনুচ্ছেদ-বি অনুযায়ী কমিশন এই ১৫টি বুথে নির্বাচন বাতিল বলে ঘোষণা করেছে। সাঁকরাইল ১২ বুথ , সারেঙ্গা ৩ বুথ, মানিকপুর ৯, সারেঙ্গা ৬ বুথ এবং একইভাবে উত্তর ২৪ পরগনা, হাওড়ার চারটি বুথে এবং সিঙ্গুরের বেড়াবেড়ি বুথেও নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন।

হাবড়ায় বুরকুন্ডা তিনটি বুথে এবং গুমা একটি বুথে ভোট বাতিল করা হয়েছে।শুধু সাঁকরাইলে নয় বিরোধীদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় এধরনের ঘটনা ঘটেছে। এদিকে জানা গিয়েছে, সিঙ্গুরে একটি বুথ ও হাবরার চারটি বুথে নতুন করে নির্বাচন হবে। হাবরার চারটি বুথে ব্যালট পেপার খোয়া গিয়েছিল। উত্তর ২৪ পরগনা জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছি নির্বাচন কমিশন। সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন অভিযোগ জমা পড়েছিল। কোথাও ব্যালট পেপার ছিনতাই, কোথাও ছাপ্পা ভোটের অভিযোগ জমা পড়ে। ব্যালট লুঠ, ব্যালট গিলে নেওয়া এছাড়াও আরও একাধিক অসঙ্গতির কারণে এই আসনগুলোর ফলাফল গ্রাহ্য করা হচ্ছে না। সেই কারণেই নতুন করে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে সেই ভোট গ্রহণ হবে তা সম্বন্ধে এখনও কিছু জানানো হয়নি। মনে করা হচ্ছে, হাওড়া জেলা ছাড়াও আরও একাধিক জায়গায় নতুন করে পঞ্চায়েত নির্বাচন করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে সবকটি আসনে একই দিনে ভোট গ্রহণ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *