দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- গোটা পুরুলিয়ায় পুনর্নির্বাচনের দাবি। এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তাঁর অভিযোগ, স্বচ্ছ নির্বাচন হয়নি।এবার গোটা পুরুলিয়া জেলাতেই পুনর্নির্বাচন চেয়ে আবেদন বিজেপির। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিভগননমের কাছে আবেদন করেছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত। তাঁর দাবি, পঞ্চায়েত ভোট স্বচ্ছ হয়নি। ভোটের নামে প্রহসন হয়েছে। এই মর্মে ভোট প্রহসনের তদন্ত সাপেক্ষে পুনর্নির্বাচন চেয়ে বিজেপি সাংসদ আবেদন করেছেন আদালতে। তাঁর দাবি, নিরপেক্ষ কোনও সংস্থাকে দিযে ভোটের অনিয়মের তদন্ত হোক।পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উত্তপ্ত বাংলা।
মনোনয়ন পেশ থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত অশান্তি, হামলা চলেছে। বোমাবাজি-গুলি চলেছে মুড়িমুড়কির মতো। প্রাণ গিয়েছে বহু। ভোটের ফল প্রকাশের দিনও অশান্তি হয়েছে জেলায় জেলায়।গণনায় কারচুপির অভিযোগ উঠেছে। একাধিক জায়গায় পুনরায় গণনার দাবি উঠেছে। এবার পুনর্নির্বাচনের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তাঁর দাবি, স্বচ্ছ নির্বাচন হয়নি। তাই নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আরজি জানিয়েছেন তিনি।এদিকে হাওড়া, বালি, জগাছা, নদিয়া-সহ বিভিন্ন জায়গায় গণনাকেন্দ্রে বিরোধীপ্রার্থীদের এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ তুলে হাই কোর্টে তদন্তের আরজি জানিয়েছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। গণনার দিন এক এজেন্ট প্রাণে বাঁচানোর কথা বলে চিঠি লেখেন রিটার্নিং অফিসারকে। সেই চিঠির বয়ান পেশ করা হয়েছে আদালতে। পুনর্গণনা-সহ স্বাধীন তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের নির্দেশের আরজি জানানো হয়েছে। আগামিকাল শুনানির সম্ভাবনা।