দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আজ, কোজাগরী লক্ষ্মীপুজো। কোজাগরীর এই পুণ্যতিথিতে সকল রাজ্যবাসীর জন্য শুভকামনা জানিয়ে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ণিমার শুভক্ষণে আজ বাঙালির লক্ষ্মীবন্দনা। চালের গুঁড়োয় ঘরে ঘরে চলছে আল্পনা। ধান দুর্বায় সৌভাগ্য কামনা করা হচ্ছে। ধনদেবীর আরাধনায় আবার পার্বণ শুরু হয়েছে বাংলায়। এক্স হ্যান্ডেলে শুভকামনা জানান মুখ্যমন্ত্রী। তবে এখানেই শেষ নয়। আজ লক্ষ্মীপুজো উপলক্ষ্যে একটি কবিতাও লিখেছেন মুখ্যমন্ত্রী। যার ছত্রে ছত্রে আছে বাংলার মা–বোনেদের কথা।লিখে ফেললেন দীর্ঘ কবিতা – ‘আমার লক্ষ্মী’। বঙ্গের নারীশক্তিকে কুর্নিশ জানিয়ে তাঁর এই কবিতা। প্রতি ছত্রে ছত্রে বাংলার নারীদের নানা ভূমিকার কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়|‘আমার লক্ষ্মী’ নামের দীর্ঘ কবিতাটি মোট ২৪ লাইনের। নানা ক্ষেত্রে গ্রামবাংলার কন্যাদের কৃতিত্ব, তাঁদের সাফল্য সমস্ত কিছু খুঁটিনাটি তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। কবিতার শুরুতেই লেখা – ”আমার লক্ষ্মী আজকের দিনে সবারে করে আহ্বান/ আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনের জয়গান।” বাংলার বহুল প্রচলিত প্রবাদ – রূপে লক্ষ্মী, গুণে সরস্বতীর কথা মাথা রেখেই তাঁর এই কবিতা। কীভাবে লক্ষ্মীরূপী মহিলাদের গুণপনায় সংসার ভরে ওঠে, পাশাপাশি নিজস্ব শক্তিতে তাঁরাই কীভাবে বিশ্বজয়ও করেন, সেই কাহিনি উঠে এসেছে মুখ্যমন্ত্রীর কবিতায়। একজন নারী হিসেবে তিনিই তো সবচেয়ে ভালোভাবে নারীশক্তির কথা তুলে ধরেছেন।এর আগে নানা বিষয় নিয়ে তিনি কবিতা লিখেছেন। ‘কবিতাবিতান’ নামে তাঁর একটি বইও আছে। এছাড়া মুখ্যমন্ত্রীর লেখালেখি নিয়ে প্রচুর বই প্রকাশিত হয়েছে। সময়ের দিনলিপি যেন তাঁর কবিতাগুলি। বিপন্নতা, সংকট, আনন্দ – সমস্ত পরিস্থিতিতেই কলম তুলে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতে ফুটে উঠেছে সমকালীন ছবি। আজকের সময়ে দাঁড়িয়ে ‘আমার লক্ষ্মী’ও তেমনই প্রাসঙ্গিক হয়ে উঠছে।