দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর স্বাস্থ্য পরিস্থিতি জানতে মেডিক্যাল বোর্ড তৈরির নির্দেশ দিয়েছে বিশেষ ইডি আদালত। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সম্ভব কি না জোকা ইএসআই হাসপাতালের মেডিক্যাল বোর্ড তা দেখবে। কালীঘাটের কাকুর মেডিক্যাল বোর্ড গঠন সংক্রান্ত আদালতের যে নির্দেশ, সেখানে বিশেষ ইডি আদালত এসএসকেএম হাসপাতাল ও এক চিকিৎসকের ভূমিকা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে।সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সম্ভব কি না তা জানতে এবার জোকা ইএসআই হাসপাতালকে মেডিক্যাল বোর্ড গঠন করে সিদ্ধান্ত জানাতে নির্দেশ দিল বিশেষ ইডি আদালত। শনিবার আদালতের নির্দেশে বলা হয়েছে, ইএসআই হাসপাতালের চিকিৎসকরা সম্মতি দিলে ইডি-র হাতে তুলে দিতে হবে কালীঘাটের কাকুকে। হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর গত অগাস্ট থেকে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন কালীঘাটের কাকু। আদালতের নির্দেশ থাকলেও শারীরিক অসুস্থতা মানসিক চাপের কারণ দেখিয়ে ইডিকে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে দিচ্ছেন না এসএসকেএম-এর চিকিৎসকরা।নিয়োগ দুর্নীতির টাকা সুজয়কৃষ্ণের কোম্পানিতে পৌঁছেছে কি না তা জানতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ একান্ত প্রয়োজনীয়। এই দুর্নীতির তদন্তে সুজয়কৃষ্ণকে গ্রেফতার করার আগে হাওড়ার শ্যামপুরের এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে তল্লাশি চালান ইডির গোয়েন্দারা। বাজেয়াপ্ত হয় বহু নথি ও তাঁর ফোন। তদন্তকারীদের দাবি, ওই সিভিক ভলান্টিয়ারের মাধ্যমে নিয়োগ দুর্নীতির টাকা লেনদেন করতেন। তাঁর ফোনে উদ্ধার হয় একটি কল রেকর্ডিং। তাতে সুজয়কৃষ্ণ ওই যুবককে ফোন থেকে যাবতীয় তথ্য মুছে ফেলতে বলছেন। গত অগাস্টে সুজয়কৃষ্ণের স্ত্রী বিয়োগ হয়। এর ফলে প্যারোলে মুক্তি পান তিনি। প্যারোল শেষে জেলে ফিরেই বুকে ব্যথা অনুভব করেন। চিকিৎসকরা জানান তাঁর হৃদযন্ত্রে অস্ত্রোপচার প্রয়োজন। আদালতের কাছে বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করাতে চেয়ে আবেদন করেন সুজয়কৃষ্ণ। অনুমতি দেয় আদালত। বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের কয়েক দিনের মধ্যেই ছুটি পেয়ে যান তিনি। এর পর তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। গত অগাস্ট থেকে সেখানেই ভর্তি রয়েছেন তিনি।