Breaking News

গঙ্গাসাগরে হিরো এয়ার অ্যাম্বুল্যান্স!অসুস্থ বিহারের বাসিন্দাকে এয়ার অ্যাম্বুল্যান্সে আনা হল কলকাতায়

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- গঙ্গাসাগরে অসুস্থ রোগীকে চিকিৎসা পাইয়ে দিল এয়ার অ্যাম্বুল্যান্স। তীর্থযাত্রীদের স্বাস্থ্য এবং সুরক্ষার কথা মাথায় রেখে গত কয়েক বছর ধরেই গঙ্গাসাগরে এয়ার অ্যাম্বুল্যান্স পরিষেবা রাখে রাজ্য সরকার। শুক্রবার সেই এয়ার অ্যাম্বুল্যান্সের সুবাদেই প্রাণ বেঁচে যেতে পারে বিহারের মহিলার।গঙ্গাসাগর মেলায় এসে অসুস্থ হয়ে পড়েন ৫৫ বছরের সুমিত্রা দেবী। বিহারের দুমরা থানা এলাকার বাসিন্দা ওই প্রৌঢ়া আপাতত এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি। গঙ্গাসাগরে একাধিক অসুস্থ ব্যক্তির প্রাণ বাঁচে এয়ার অ্যাম্বুল্যান্সের জন্য। পুণ্যার্থীদের যাতায়াত ও জরুরিকালীন পরিষেবা দেওয়ার জন্যে এবারও রাখা হয়েছে এয়ার অ্যাম্বুল্যান্স। গতবছর মেলার শুরুতে অসুস্থ হয়ে পড়া এক রোগীকে দ্রুত কলকাতায় নিয়ে এসে চিকিৎসা শুরু করা গিয়েছিল। তিনি প্রাণেও বেঁচে যান।শুক্রবার সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি | ভিড়ের মধ্যে থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল ক্যাম্পে।

সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে জানান সুমিত্রা দেবীর ট্রানজিয়েন্ট ইসকিমিক অ্যাটাক হয়েছে। মস্তিষ্কে রক্ত সঞ্চালন ব্যাহত হলে এই স্ট্রোক হয়।চিকিৎসকরা সুমিত্রা দেবীকে অবিলম্বে কলকাতায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এমআর বাঙ্গুরে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তারপরই স্থানীয় প্রশাসন সুমিত্রাদেবীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করা হয়।গঙ্গাসাগর মেলায় স্বাস্থ্য পরিষেবায় বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার। পুণ্যার্থীদের জন্য ২ হাজার ২৫০টি সরকারি বাস ও ৫০০টি বেসরকারি বাসের বন্দোবস্ত করা হয়েছে। পুণ্যার্থীদের সুবিধায় সব বাসে থাকবেন সাগরবন্ধুরা। শিয়ালদহ শাখায় চলছে অতিরিক্ত ট্রেন। নিরাপত্তার স্বার্থে থাকবে ১০০টি অ্যাম্বুল্যান্স, ১টি এয়ার অ্যাম্বুল্যান্স এবং ৪টি ওয়াটার অ্যাম্বুল্যান্স রাখা হচ্ছে। শুক্রবার সেই এয়ার অ্যাম্বুল্যান্স পরিষেবা দেওয়া শুরু করল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *