প্রসেনজিৎ ধর, কলকাতা :- সন্দেশখালি-কাণ্ডে এই প্রথম গ্রেফতারি। ন্যাজাট থানার জালে ইডির উপর হামলায় ২ অভিযুক্ত। সেদিনের হামলার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই এই গ্রেফতারি। ঘটনার ৭ দিন পর মাত্র ২ অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করলেও এখনও অধরা সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহাজাহান | উত্তর ২৪ পরগণায় সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
ধৃতদের নাম মেহবুর মোল্লা এবং সুকোমল সরদার।বৃহস্পতিবার ভোর রাতে এই দু’জনকে গ্রেফতার করা হয়৷ পুলিশ জনিয়েছে, ধৃত দু’জন ভেরি এলাকায় লুকিয়ে ছিলেন৷ দু’জনেরই বাড়ি সরবেড়িয়া এলাকায়৷রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালির সরবেড়িয়ার তৃণমূল নেতা শেখ শাহাজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল ইডি । শেখ শাহাজাহানের বাড়িতে ঢুকতেই তার কয়েকশো অনুগামী চড়াও হয় ইডির অফিসারদের উপর। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় ইডির এক আধিকারিকের। সেই ঘটনার জেরে থানায় অভিযোগ দায়ের করেছিল ইডি।কিন্তু, ইডি-র ওপর হামলার ঘটনার এক সপ্তাহ হয়ে গিয়েছে। রাজ্যপালের গ্রেফতারির বার্তা দেওয়ার ৭ দিন হয়েও গেল। পাশাপাশি, রাজ্য পুলিশের ডিজি-র কড়া পদক্ষেপের আশ্বাসের পরে ৬ দিন পেরিয়ে গেল। কিন্তু, ঘটনার মাস্টারমাইন্ড, অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ধরতেই পারল না পুলিশ।