Breaking News

‘২৪-এর লোকসভা‘ নির্বাচনে এআই’‌কে দিয়ে নজরদারি করা হবে,ভাবনা নির্বাচন কমিশনের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-সামনেই লোকসভা নির্বাচন। তবে এখনও নির্ঘণ্ট প্রকাশ করেনি জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু এই নির্বাচনে এআই প্রযুক্তি ব্যবহারের ভাবনাচিন্তা করা হয়েছে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকে কেমন করে স্বচ্ছ নির্বাচনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায় সেটা নিয়েই ভাবনাচিন্তা করছে মুখ্য নির্বাচন কমিশন। বুথ জ্যাম থেকে ছাপ্পা ভোট ঠেকাতে লোকসভা নির্বাচনে আসতে চলেছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি। এমনকী যে বুথে ওয়েব কাস্টিং হবে সেখানেও ব্যবহার করা হবে (‌এআই)‌ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। ভোট প্রক্রিয়ায় কোনও গরমিল হলে এআই তা চিহ্নিত করে সংকেত পাঠাবে।

AI এমন প্রযুক্তি, যাতে বহু মানুষের কাজ হয়ে যায় আরও নিখুঁতভাবে, অতি দ্রুত। এই প্রযুক্তি নানা ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে। এবারে তা লোকসভা নির্বাচনে। প্রতি নির্বাচনেই বুথ জ্যাম, ছাপ্পা ভোট এই শব্দগুলো খুবই মাথাব্যথার কারণ হয়ে ওঠে কমিশনের কাছে। প্রতি কেন্দ্রে, বিশেষ করে স্পর্শকাতর বুথগুলিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কিন্তু তারপরও এই ধরনের অভিযোগ ওঠে।এবারে মানুষের নজরদারির ওপর দিয়ে চলবে প্রযুক্তি। কমিশন সূত্রের খবর, চব্বিশের লোকসভা ভোটে যে সমস্ত বুথে ওয়েব কাস্ট হবে, সেখানে ব্যবহার করা হবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি।জানা যাচ্ছে, চলতি সপ্তাহের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এ বিষয়ে দফায় দফায় বৈঠক হয়েছে। ইতিমধ্যেই ওয়েব কাস্ট নিয়ে ই-টেন্ডার ডেকেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের আধিকারিকরা মনে করছেন, AI দিয়েই বুথ জ্যাম, ছাপ্পা ভোট এই সব কিছুই অত্যন্ত সূক্ষ্মভাবে রোখা সম্ভব হবে। তবে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, AI প্রযুক্তির অনেক ভাল দিক রয়েছে, তবে অনেক খারাপ দিকও রয়েছে। সেক্ষেত্রে সেই ফল নির্বাচনী প্রক্রিয়ায় পড়বে না তো, সে প্রশ্নও থেকে যায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *