প্রসেনজিৎ ধর, কলকাতা :- নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলার শনিবার শুনানি ছিল আলিপুর বিশেষ সিবিআই আদালতে। মামলার শুনানি শুরু হতেই জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সওয়ালে উঠে আসে, অযোগ্য শিক্ষকে ভবিষ্যৎ সমাজের অবক্ষয়ের কথাও।শনিবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কে ভারচুয়ালি ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। এদিন তাঁর জামিনের শুনানি ছিল।
তাতেই সিবিআই জানায়, “কাকে নিয়োগ করা হবে আর কাকে বাদ দেওয়া হবে গোটাই ছিল পরিকল্পনা। যাঁরা সঙ্গ দিতেন না তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হত। বাড়িতে বৈঠক করে পদত্যাগ পর্যন্ত করানো হয়েছিল। দুর্নীতিতে পুরোপুরি যুক্ত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। অপরাধ এমনভাবে করতেন যাতে ‘পিকচারে’ না থাকেন।”সিবিআইয়ের আরও দাবি, “শিক্ষা এমন একটা জায়গা যা সমাজ তৈরি করে। একজন চিকিৎসক কোনও একটা ভুল করলে একজন রোগীর ক্ষতি হয়। কিন্তু এরা যে ধরনের অযোগ্য শিক্ষক এনেছে, তাতে সমাজ কোন দিকে যাবে তা ঠিক নেই ভবিষ্যতে। পরিস্থিতি কখনও মিথ্যে কথা বলে না। পরিস্থিতি দেখাচ্ছে বর্তমান ছবি।”পার্থের আইনজীবী বিপ্লব গোস্বামী অবশ্য সিবিআইয়ের অভিযোগ খারিজ করেছে। তাঁর দাবি, পার্থ যাঁদের সরিয়েছেন বলে সিবিআই দাবি করছে পরে তাঁদেরই বাগ কমিটির রিপোর্টে বা খোদ সিবিআইয়ের চার্জশিটে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে। তিনি আরও বলেন, ‘‘সিবিআইয়ের দ্বিতীয় চার্জশিটেও পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছিল না। সিবিআই এসএসসির এক মহিলা চেয়ারম্যানকে দেখিয়েছে পার্থ বকাবকি করেছেন বলে উল্লেখ করেছেন। কেন বকাবকি, সেই কারণও দেখানো হয়নি।’’ শেষপর্যন্ত পার্থ জামিন পান কিনা, সেটাই দেখার।