ইন্দ্রজিত মল্লিক:- মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাশ অবসর নিলেন। বিদায় বক্তব্যে আবেগতাড়িত বিচারপতি বললেন যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাঁর ব্যক্তিত্ব গঠন করতে সাহায্য করেছে সাথে দেশপ্রেম শিখিয়েছে। বিচারপতি চিত্তরঞ্জন দাশ অবসরের বক্তব্যে তাঁর ছোটবেলার কথা স্মরণ করে বলেন, “আজ আমি আমার ছোটবেলার কথা তুলে ধরতে চাই। আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের থেকে অনেক কিছু শিখেছি। সেখান থেকেই নিজেকে গড়ে তুলেছি। সবার সাথে সমানভাবে মিশতে শিখেছি। শিখেছি দেশপ্রেম ও কাজের প্রতি ভালোবাসা।i পাশাপাশি বিচারপতি যোগ করেছেন, “আমি বলতে চাই, আমি স্বয়ংসেবক ছিলাম, এবং এখনও আছি। আমি অবসরের পর সেখানেই ফিরে যাবো।”
বিচারপতি চিত্তরঞ্জন দাশ ১৯৮৬ সালে ওড়িষ্যা থেকে আইন পাশ করেন। তারপর ১৯৯৯ সালে ওড়িষ্যা আইনি অযোগে যোগদান করেন। সহকারী জেলা ও সেশন বিচারপতি হিসেবে কাজ করেছেন। ওড়িষ্যা হাইকোর্টে রেজিস্টার থেকে ২০০৯ পর্যন্ত সহকারী বিচারপতি ছিলেন। ২০২২ সালে কলকাতা হাইকোর্টে বিচারপতি হয়ে এসেছিলেন।
বিচারপতি এটাও জানান যে বিচারপতি হওয়ার পরই তাঁর সঙ্ঘের সাথে দূরত্ব বাড়ে। তিনি সব মামলায় পক্ষপাতিত্বহীন রায় দিয়েছেন। তিনি বলেন, “আমার কাছে বিজেপি, তৃণমূল, কমিউনিস্ট সবাই সমান। আমি কোনও রাজনৈতিক দলের প্রতি একতরফা ছিলাম না। আইনের কাছে সবাই সমান। আমি দুটি নীতিতে বিশ্বাস করি, এক, সহমর্মিতা ও ন্যায়বিচারের জন্য আইন বাঁকানো যায়, কিন্তু ন্যায়বিচারকে আইনের উপযোগী করা যায় না।”