দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কালীঘাটের মুখার্জিপাড়া লেনের একটি বাড়ি থেকে সোমবার উদ্ধার হল দশম শ্রেণির এক ছাত্রের ঝুলন্ত দেহ | নাম শৌর্য্য সরকার, বয়স ১৬। মানসিক অবসাদে ভুগছিল সে, পরিবারের তরফে তার কাউন্সেলিং চলছিল এনআরএস মেডিক্যালে |রবিবার রাতে নিজের ঘরে ঘুমোতে যায় স্কুলপড়ুয়া। সোমবার ভোরে বাবা-মা দেখেন সিলিং ফ্যান থেকে ঝুলছে সন্তানের দেহ। গলায় শাড়ির প্যাঁচ। তড়িঘড়ি পরিবারের লোকজন তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকেরা জানান, ততক্ষণে মৃত্যু হয়েছে তার। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তার। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। ঠিক কী কারণে মানসিক অবসাদে ভুগছিল স্কুলপড়ুয়া, তা এখনও জানা যায়নি। পড়াশোনার চাপ নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, খতিয়ে দেখা হচ্ছে।প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে, কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই অবসাদের গভীরে কোনও পারিবারিক চাপ বা স্কুলজীবনে ঘটে যাওয়া কোনও অপ্রীতিকর ঘটনা ছিল কিনা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, “কিশোরের মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার কথা পরিবার আগেই জানিয়েছে। কিন্তু আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”
Hindustan TV Bangla Bengali News Portal