Breaking News

খড়্গপুরের প্রবীণ বাম নেতাকে রাস্তায় মার!অভিযুক্ত বেবি কোলেকে দল থেকে বহিষ্কারের নির্দেশ সুব্রত বক্সীর

প্রসেনজিৎ ধর :- খড়গপুরে বামপন্থী বৃদ্ধকে মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেত্রীকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল ৷ সোমবার মেদিনীপুরে বৈঠক শেষে এমনটাই জানালেন দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার ৷তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বার্তা দিয়েছেন, দলে কোনও নেতা-কর্মীর ‘গুন্ডামি’ বরদাস্ত করা হবে না। কোনও নেতা-কর্মীর এমন ব্যবহারে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে। এমন ঘটনায় কাউকেই রেয়াত করা হবে না। কঠিন শাস্তির মুখে তাঁকে পড়তে হবে। সেই কথাই বরাবর বার্তা দেওয়া হয়েছে। সেই পথে হেঁটেই বেবি কোলের বিরুদ্ধে তৃণমূল কড়া ব্যবস্থা নিল। বহিষ্কার করা হল তাঁকে।এদিন দলের রাজ্য সহ-সভাপতি বলেন, “সুব্রত বক্সি যাওয়ার আগে একটি নির্দেশ দিয়েছেন । যে নির্দেশে বলা হয়েছে, আজ থেকে বেবি কোলেকে দল থেকে বহিষ্কার করা হল ।”কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন, “কয়েকদিন আগে খড়গপুরে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গিয়েছে ৷ একজন বয়স্ক বামনেতার সঙ্গে অশালীন এবং অসামাজিক আচরণ করা হয়েছে ৷ সেই কাজ করেছে আমাদের দলের নেত্রী বেবি কোলে । দল এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে । পরবর্তীকালে বেবি কোলেকে শোকজ করেন জেলা সভাপতি । কিন্তু শোকজের জবাব মনঃপুত না-হওয়ায় আজ রাজ্য সভাপতি নির্দেশ দিয়ে যান বেবি কোলেকে দল থেকে বাদ দেওয়ার জন্য ।”এদিন মেদিনীপুর শহরে ২১ জুলাই উপলক্ষে প্রস্তুতি করতে গিয়েছিলেন তৃণমূল নেতা সুব্রত বক্সী, জয়প্রকাশ মজুমদার। একটি বৈঠকও হয় বলে খবর। তারপরই জানানো হয়, বেবি কোলেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনা জানাজানি হতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যদিও এই বিষয়ে বেবি কোলের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *