দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-SIR -এর প্রতিবাদে কংগ্রেসের রাজভবন অভিযানে ধুন্ধুমার। রাজভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ দেখায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কংগ্রেসের নেতা-কর্মীরা। সোমবার দিল্লিতে রাহুল গান্ধী ও বিরোধীদলের সাংসদের হেনস্তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার কংগ্রেসের রাজভবন অভিযান।মঙ্গলবার দুপুরে মিছিল রাজভবনের সামনে যেতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে কংগ্রেস নেতৃত্বের। ব্যারিকেড টপকে রাজভবনের সামনে চলে যান এক কর্মী। তাঁকে আটক করে পুলিশ। তারপরই রাজভবনের গেটের সামনে ধরনায় বসেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর ও অন্যান্য নেতৃত্ব। দাবি করেন, তাঁদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে।কিছুক্ষণ পরই তাঁকে-সহ অন্যান্য নেতৃত্বকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। মিছিল থেকে শুভঙ্কর জানান, রাহুল গান্ধী ভোট চুরি ধরে ফেলেছেন। বিজেপি নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে ভোট চুরি করেছে। দিল্লিতে বিরোধী সাংসদদের হেনস্তা করা হয়েছে। তার প্রতিবাদে কংগ্রেসের এই রাজভবন অভিযান। সোমবার এসআইআর ও বিজেপির ‘ভোট চুরি’র অভিযোগ তুলে দিল্লিতে ইলেকশন কমিশন ঘেরাও কর্মসূচি করে ‘ইন্ডিয়া জোট’। সেখানে দিল্লি পুলিশের হাতে ‘আক্রান্ত’ হন বিরোধী দলের সাংসদরা। অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ মহুয়া ও মিতালী বাগ। আটক করা হয় রাহুল-সহ সাংসদদের। সেই ঘটনার প্রতিবাদ ও এসআইআরের বিরুদ্ধে রাজভবন অভিযান প্রদেশ কংগ্রেসের।
Hindustan TV Bangla Bengali News Portal