Breaking News

আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসনের দায়িত্ব বোঝালেন মমতা!নির্ভয়ে কাজ করুন, সরকার আপনার পাশে,জেলা প্রশাসনকে বার্তা মমতার

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত সরকারি কর্মীদের উদ্দেশে আশ্বাসের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, “ভয় পাবেন না, রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে। সৎভাবে কাজ করুন, কেউ কিছু করতে পারবে না।”নবান্ন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যসচিবের সভাপতিত্বে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্প ঘিরে জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয় । সেখানে প্রশাসন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । তিনি প্রকল্পটি কার্যকরভাবে বাস্তবায়নের উপর জোর দিয়ে বলেন, জনগণের সমস্যার দ্রুত সমাধান করতে হবে এবং প্রত্যেক অফিসারকে নিজের দায়িত্ব পালন করতে হবে । এই প্রসঙ্গে অসম-সহ অন্যান্য রাজ্য থেকে নোটিশ আসার বিষয়েও তীব্র সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর বক্তব্য, “অন্য রাজ্যগুলি আমাদের কাজে বারবার হস্তক্ষেপ করছে, নোটিশ পাঠিয়ে আপনাদের ভয় দেখানোর চেষ্টা করছে । ভয় পাবেন না, নির্ভয়ে ভোটার তালিকার কাজ করুন, সরকার আপনাদের পাশে আছে ।”বৈঠকে মুখ্যমন্ত্রী আরও বলেন, “যাঁরা ভোটার লিস্টের কাজে যুক্ত, তাঁরা যাতে আতঙ্কে না থাকেন, সেটা নিশ্চিত করতে হবে।” অসম সরকারের তরফে এনআরসির নাম করে রাজ্যের বাসিন্দাদের ভয় দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, “ভয় পাওয়ার কিছু নেই। আমরা আপনাদের সঙ্গে রয়েছি।”এদিন মুখ্যসচিবের ডাকা জেলা শাসক এবং পুলিশ সুপারদের বৈঠকে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী নিজেও। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্প নিয়ে সেই বৈঠকে খতিয়ে দেখা হয় জেলার কাজের অগ্রগতি। মুখ্যমন্ত্রী সাফ জানান, “মানুষের দাবিকে অগ্রাধিকার দিতে হবে। ডেটা এন্ট্রি অপারেটররা ঠিকমতো কাজ করছে কি না, তা নজরে রাখতে হবে।” এছাড়াও মুর্শিদাবাদের বন্যা পরিস্থিতি নিয়েও প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *