Breaking News

তৃতীয় তৃণমূল সরকারের পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা,৫ বছরে তৈরি হবে দেড় কোটি কর্মসংস্থান,রোড ট্যাক্সে ছাড়!

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার বাজেট পেশ তৃণমূল সরকারের | অর্থমন্ত্রী অমিত মিত্রের অসুস্থতার কারণে এ বার বাজেট পেশ করছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় | সপ্তদশ বিধানসভার এটাই প্রথম বাজেট | করোনা ও লকডাউনের জোড়া ফলায় অর্থনৈতিক দিক থেকে অবস্থা খুবই খারাপ | কিন্তু এমন পরিস্থিতির মধ্যেই আর্থিক হাল ফেরাতে এদিন রাজ্য বাজেটে বেশ কয়েকটি পদক্ষেপ ঘোষণা করা হল| পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে বলেও রাজ্য বাজেট এদিন উল্লেখ করা | বিধানসভার পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, তৃতীয়বার ক্ষমতায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে ১০ অঙ্গীকার করেছিলেন, ধাপে ধাপে সেগুলি তো পূরণ হবেই | পাশাপাশি আগামী পাঁচ বছরে নতুন করে দেড় কোটি কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য | কীভাবে দেড় কোটি কর্মসংস্থান হবে? বাজেটে পার্থবাবু সেভাবে ব্যাখ্যা না করলেও বাজেটের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কিছুটা ইঙ্গিত মিলেছে | মুখ্যমন্ত্রী এদিন বলেন, “দেউচা পাচামিতে ১ লক্ষ মানুষের কাজ হবে | রঘুনাথপুরে ৭২ হাজার কোটির বিনিয়োগ এসেছে তাতে দুই থেকে আড়াই লক্ষ মানুষের কাজ হয়েছে | এছাড়াও সিলিকন ভ্যালিতেও ১১ হাজার কোটির বিনিয়োগ হয়েছে | ৫ বছরে ১০ লক্ষ স্বয়ম্ভর গোষ্ঠী তৈরি করবে রাজ্য সরকার | যা কর্মসংস্থান তৈরিতে সহায়ক হবে|” এছাড়াও সার্বিকভাবে রাজ্যের বিভিন্ন প্রকল্পে বহু মানুষের কর্মসংস্থান হবে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী | এদিন পরিবেশ খাতে আগামী অর্থবর্ষে ৯৭.৪৬ কোটি বরাদ্দের ঘোষণা করেন শিল্প ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় | অপ্রচলিত এবং পুনর্নবীকরণ শক্তি উৎস বিভাগের জন্য ৭৪.৩১ কোটি বরাদ্দ করা হয় | বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি ক্ষেত্রে ৭০.১১ কোটি বরাদ্দ করা হয় | কৃষি খাতে ৯,১২৫ কোটি টাকা বরাদ্দ করা হয় | কৃষি বিপণন খাতে ৩৯১.৯৩ কোটি টাকা বরাদ্দ করা হয় এবং খাদ্য ও সরবারের জন্য আগামী অর্থবর্ষে ১২,২৯৩.১৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়| যেহেতু রাজ্য সরকারের কর্মসূচি দুয়ারে সরকার চলছে | কিছু এলাকায় পাইলট প্রজেক্ট হিসেবে রয়েছে তাই এই বরাদ্দ বৃদ্ধি | আগামীদিনে রাজ্যের প্রতি প্রান্তেই চালু হবে ‘দুয়ারে রেশন |’ মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দেওয়া ‘লক্ষীর ভাণ্ডার’ অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলাদের জন্য ৫০০ টাকা ও অনগ্রসর জাতির মহিলাদের জন্য মাসে ১০০০ টাকার প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়| অতিমারি পরিস্থিতিতে ২০২১-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স এবং অতিরিক্ত ট্যাক্স মকুবের প্রস্তাব করা হয়েছে বাজেটে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *