দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- বিজেপির যুব মোর্চার সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ | একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই কথা নিজেই জানান সৌমিত্র | তবে যুব সংগঠনের দায়িত্ব ছাড়লেও দল ছাড়ার জল্পনা উড়িয়ে দিয়ে বিষ্ণুপুরের সাংসদ জানিয়ে দিয়েছেন, ‘বিজেপিতে থাকছেন তিনি|’এদিন এক ফেসবুক পোস্টে সৌমিত্র লেখেন, ‘আজ থেকে আমি আমার ব্যক্তিগত কারণে যুব মোর্চার রাজ্য সভাপতির পদ থেকে অব্যাহতি নিলাম | বিজেপিতে ছিলাম, বিজেপিতে আছি, আগামী দিনে বিজেপিতে থাকব, ভারত মাতা কি জয়|’
এরপর এক ফেসবুক লাইভে শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানান সৌমিত্র | বলেন, “দল এককেন্দ্রিক হয়ে যাচ্ছে। একমুখী হয়ে যাচ্ছে | শুধু অধিকার অধিকার,অধিকারী, অধিকারী চলছে | বারবার দিল্লি গিয়ে কেন্দ্রীয় নেতাদের ভুল বোঝাচ্ছেন একজন |”
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে সৌমিত্র খাঁ আরও বলেন, “বিরোধী দলনেতা নিজেকে বিরাট করে জাহির করছেন, যখন তৃণমূলে ছিলেন তখনও নিজেকে বিশাল কিছু মনে করতেন | মনে হচ্ছে দলে শুধু ওঁরই অবদান রয়েছে | আমাদের কোনও ত্যাগ নেই | নতুন নেতা হঠাৎ করে এসে যেভাবে দিল্লির নেতাদের ভুল বোঝাচ্ছে, তাতে গোটা দল একটা জেলার মধ্যে চলে আসছে|” গত কয়েক মাস ধরেই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে মতান্তর চলছিল রাজ্য যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ’র | এমনকী সংগঠনের রাজ্য কমিটি গঠন নিয়েও দু’জনের মতবিরোধ প্রকাশ্যে এসে পড়েছিল | বিধানসভা ভোটের পরে সেই দুরত্ব আরও বাড়ে | গত সোমবার ভুয়ো টিকাকাণ্ডের প্রতিবাদে যুব মোর্চার ব্যানারে কলকাতা পুরসভা অভিযানের ডাক দেওয়া হয়েছিল | অথচ ওই কর্মসূচিতে হাজিরই ছিলেন না স্বয়ং যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ| ফলে অস্বস্তিতে পড়তে হয়েছিল বঙ্গ বিজেপি নেতৃত্বকে | রাজনৈতিক বিশ্লেষকদের মত, সৌমিত্র খাঁ কেন্দ্রীয় মন্ত্রী হতে চেয়েছিলেন | কিন্তু এখনও পর্যন্ত যা খবর, তাতে বাংলা থেকে দুই জন সাংসদ মোদির মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন | সেই তালিকায় সৌমিত্র নেই বলেই খবর | আর তাই এখন সৌমিত্র পদত্যাগের পর প্রশ্ন উঠেছে, তবে কি অভিমানে পদ ছাড়লেন তিনি?