প্রসেনজিৎ ধর, কলকাতা :- সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর তীব্র আক্রমণের কয়েক ঘন্টা পর বিরোধী দলনেতাকে নিশানা করলেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় | বুধবার তিনি মুখ্যমন্ত্রীকে অযথা আক্রমণ না করতে শুভেন্দু অধিকারীকে পরামর্শ দেন রাজীব বন্দোপাধ্যায় | এদিন তিনি একটি ফেসবুক পোস্ট করেন | সেই পোস্টে লেখেন “বিরোধী নেতাকে বলব….যাঁর নেতৃত্ব ও যাকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে বাংলার মানুষ ২১৩টি আসনে তাঁর প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন সেই মুখ্যমন্ত্রীকে অযথা আক্রমণ না করে সাধারণ মানুষের দুর্দশা মুক্তির জন্য পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যহ্রাস করাই এখন একমাত্র লক্ষ্য করা উচিত |”রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই পোস্টেই স্পষ্ট, মুখ্যমন্ত্রীকে শুভেন্দু অধিকারীর এই লাগাতার আক্রমণ মোটেও ভালভাবে নিচ্ছেন না তিনি | দলের নেতাদের মধ্যে শুভেন্দুর বিরুদ্ধে এই ক্ষোভ অস্বস্তি বাড়িয়েছে বিজেপির | প্রসঙ্গত,বুধবারই যুব মোর্চার সভাপতি পদ থেকে সরে এসেছেন সৌমিত্র খাঁ | পদত্যাগের পর শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি | প্রসঙ্গত শুভেন্দু অধিকারীকে নিয়ে বঙ্গ বিজেপিতে ক্ষোভ তৈরি হয়েছে সে কথা নিঃসন্দেহে স্পষ্ট | স্ত্রী বিয়োগের পর বুধবার শোকার্ত মুকুল রায়ের সঙ্গেও দেখা করেন রাজীব বন্দোপাধ্যায় | পাশাপাশি এই পোস্টের পর নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফিরে আসা নিয়ে|