নিজস্ব সংবাদদাতা,মালদহ :- আচমকাই শতাধিক কর্মীকে ছাঁটাইয়ের নোটিস সরকারি হাসপাতালে | এবার মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে এ নিয়ে চলল বিক্ষোভ | কর্মীদের বিক্ষোভের জেরে ব্যাহত হল চিকিৎসা পরিষেবা |গতকালই আচমকা ছাঁটাইয়ের নোটিস দেওয়া হয়েছে সরকারি হাসপাতালের শতাধিক কর্মীকে | আর তার জেরেই শুরু হয়েছে বিক্ষোভ | আজ, শনিবার থেকে কার্যত অচলাবস্থা মালদা মেডিক্যালে | কর্মী বিক্ষোভের জেরে ব্যহত হচ্ছে চিকিৎসা পরিষেবা | তাঁদের অভিযোগ, অনেকেই প্রায় ১০ বছর ধরে কাজ করে চলেছেন, তাঁদের স্থায়ী করার বদলে ছাঁটাই করে দিতে চাইছে হাসপাতাল কর্তৃপক্ষ | যা কোনওমতেই মেনে নেওয়া হবে না বলেই দাবি |
হাসপাতালের অস্থায়ী কর্মীদের যে তহবিল থেকে টাকা নেওয়া হত, তা না কি বেআইনি | অভিযোগ, এই কারণ দেখিয়েই মালদহ মেডিকেলের ১৭৭ জন অস্থায়ী কর্মীকে ছাঁটাইয়ের নোটিস দেওয়া হয়েছে | অগাস্ট মাস থেকে তাঁদের আর আসতে হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে | শুক্রবার রাতে নোটিস পেয়েই শনিবার বিক্ষোভ দেখায় অস্থায়ী কর্মীরা | তাঁদের অভিযোগ, মালদহ হাসপাতালটি মেডিকেল কলেজে উত্তীর্ণ হওয়ার পর থেকে তাঁরাই কর্মীদের অভাব মিটিয়েছেন | কেউ পান ৭ হাজার তো কেউ ১০ হাজার টাকা | সাধারণত ল্যাবরেটরি কর্মী, অপারেটর ও স্বাস্থ্যকর্মী হিসেবে তাঁরা কাজ করতেন | ছ’মাস অন্তর তাঁদের মেয়াদ বাড়ানো হত | স্থায়ী করার দাবি উঠলেই, নানা টালবাহানা শুরু হত | কর্মীদের দাবি, স্থায়ী করে ছাঁটাই করে দেওয়া হচ্ছে | যদি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁদের বেতন দেওয়ার পদ্ধতিতে ভুল রয়েছে | বিষয়টি খতিয়ে দেখা হবে |