Breaking News

গুরুতর অসুস্থ মন্ত্রী সাধন পাণ্ডে, পরিস্থিতি আশঙ্কাজনক,ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন !

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে | তবে ফুসফুসে সংক্রমণ রয়েছে মন্ত্রী সাধন পাণ্ডের | শনিবার তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা | সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় অসুস্থতা বোধ করেন তিনি | এরপর রাতে শ্বাসকষ্ট বাড়তে থাকে | এরপর বাইপাসের ধারে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় তাঁকে | আপাতত তাঁকে আইসিসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে | জানা গিয়েছে, মন্ত্রীর বয়স প্রায় ৭০ বছর | পরিবার সূত্রে খবর, এনিয়ে প্রায় ৯বার নিউমোনিয়ায় আক্রান্ত হলেন তিনি শুক্রবার তাঁর দফতরে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন | এরপর সন্ধ্যা থেকেই তাঁর শরীরটা খারাপ লাগছিল | রাতে খাওয়াদাওয়ার পর আচমকা তাঁর শ্বাসকষ্ট শুরু হয় | এরপরই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় | এদিকে মন্ত্রী তথা বিধায়ক হাসপাতালে ভর্তি হওয়ার বেশ উদ্বিগ্ন তাঁর অনুগামীরা | অসুস্থতার কথা জানতে পেরে খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রীও | জানা গিয়েছে, সাধন পাণ্ডের চিকিৎসার জন্য চার সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে | সেখানে ফুসফুসরোগ বিশেষজ্ঞ ছাড়াও রয়েছেন এন্ডোক্রিনোলজিস্ট, মেডিসিনের বিশেষজ্ঞ রয়েছেন | চিকিৎসকরা জানিয়েছেন তাঁর ফুসফুস সম্পূর্ণ কাজ করে না | রয়েছে কিডনির সমস্যা | আপাতত তাঁর রক্তের একাধিক পরীক্ষা হচ্ছে |চিকিৎসার ক্ষেত্রে যাতে কোনও ত্রুটি না হয় সে ব্যাপারে নজর রাখা হচ্ছে | শুক্রবারই ভর্তি করার পর এক্স রে, স্ক্যান, রক্ত পরীক্ষা করা হয় | সেই রিপোর্টও চলে এসেছে | তার ভিত্তিতেই তাঁর চিকিৎসা চলছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *