Breaking News

পেগাসাস ‘হ্যাকে’প্রথম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে তৈরি হল তদন্ত কমিশন! একগুচ্ছ প্রশ্নের উত্তর খুঁজবে কমিশন

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পেগাসাস স্পাইওয়্যার নিয়ে বড়সড় পদক্ষেপ রাজ্যের | হ্যাকিং রুখতে প্রথম রাজ্য হিসেবে তদন্ত কমিশন গঠন করল পশ্চিমবঙ্গ | অবসরপ্রাপ্ত দুই বিচারপতি মদন বি লোকুর এবং জ্যোতির্ময় ভট্টাচার্যর নেতৃত্বে তৈরি হচ্ছে তদন্ত কমিশন| রাজ্যে কোন কোন ভিআইপি, সাংবাদিকের ফোনে আড়ি পাতা হয়েছিল, তার তদন্ত হবে এই দুই বিচারপতির নেতৃত্বাধীন কমিশনে | সোমবার নবান্নে অল্প কিছুক্ষণের জন্য মন্ত্রিসভার জরুরি বৈঠক হয়| তাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর | স্পাইওয়ারে পেগাসাস নিয়ে বিতর্কের মধ্যে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুরো বিষয়টির তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হচ্ছে |সেই কমিশনে আছেন সুপ্রিম কোর্টের বিচারপতি(অবসরপ্রাপ্ত) এমবি লকুর এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি (অবসরপ্রাপ্ত) জ্যোতির্ময় ভট্টাচার্য | পরে রাজ্য সরকারের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে কমিশনের কী কী কাজ হবে, তা বিস্তারিতভাবে জানানো হয়েছে | বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আড়ি পাতার যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা সত্যি হয়ে থাকলে কীভাবে ম্যালওয়ার কাজ করেছে, তা তদন্ত করে দেখবে কমিশন | ‘নজরদারির’ জন্য ইজরায়েলের এনওসও গ্রুপের পেগাসাস বা অন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, কোন কারণে ‘আড়ি’ পাতা হয়েছিল, ‘আড়ি’ পাতার ফলে প্রাপ্ত তথ্য কোথায় গিয়েছে, কীভাবে ব্যবহার করা হয়েছে, তাও তদন্ত করা হবে | সেইসঙ্গে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনও ব্যক্তি বা কোনও গোষ্ঠীর প্ররোচনা বা উস্কানির মতো বিষয়-সহ কোন পরিস্থিতিতে ‘আড়ি’ পাতা হয়েছিল, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ভূমিকা কী, ‘আড়ি’ পাতা হয়ে থাকলে আইনি দিকও বিবেচনা করে দেখবে কমিশন |এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘দেশের অনেক রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিল্পপতিদের ফোনে আড়ি পাতা হয়েছে | আমরা সংসদের বাদল অধিবেশনে বিক্ষোভ দেখিয়েছি | ভেবেছিলাম কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কোনও পদক্ষেপ নেবে | কিন্তু কেন্দ্র কোনও রকমের ভ্রুক্ষেপ করেনি| তাই আমি দিল্লি যাওয়ার আগে কমিশন গঠন করে দিলাম| আমরাই প্রথম রাজ্য যারা এই ঘটনায় কমিশন গঠন করল | আশা করি বাকিরাও আমাদের দেখে এগিয়ে আসবে | কেউ না জাগলে তাকে জাগাতে হবে |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *