Breaking News

ব্লেড দিয়ে হাতের শিরা কেটে ফেলার হুমকি অনুত্তীর্ণ উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের!উত্তপ্ত বাসন্তী

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা :- রাজ্যের একাধিক জায়গায় আন্দোলনে নেমেছে উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য পড়ুয়ারা | উচ্চ মাধ্যমিকে পাশ করিয়ে দেওয়ার দাবিতে স্কুল ঘেরাও থেকে শুরু করে রাস্তা অবরোধ, কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে | এবার সেই আন্দোলনের আঁচ পড়ল সুন্দরবনের বাসন্তীর ফুলমালঞ্চের ঋতু ভকত হাই স্কুলে | হাতের শিরা ব্লেড দিয়ে কেটে ফেলার হুমকি দিল পড়ুয়ারা | প্রসঙ্ত,ওই স্কুলে এবার মোট ১৩৫ জন ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয় | এদের মধ্যে পাস করেছে মাত্র ৫২ জন | বাকি ফেলের সংখ্যা ৫৯ জন|

এই ঘটনাকে কেন্দ্র করে এদিন ক্যানিং থেকে চুনাখালি রোডের মাঝে কলোনি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা | এদিন পাস করিয়ে দেওয়ার দাবিতে রাস্তায় বসে ব্লেড দিয়ে হাতের শিরা কেটে ফেলার হুমকি দিতে থাকেন তাঁরা| এই ঘটনার জেরে ঘটনাস্থলে উপস্থিত হয় বাসন্তী থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী | বিক্ষোভকারীদের বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তোলা হয় | এই ঘটনার প্রসঙ্গে শিক্ষাবিদ মাসুম আখতার বলেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা| এটা ঘটবে অনুমান করা গিয়েছে | পরীক্ষা না নিয়ে রেজাল্ট দেওয়ার প্রতিক্রিয়া এটা|ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ শান্ত হতে | প্রশাসনের কাছেও বিষয়টি কড়া ভাবে দেখার অনুরোধ রয়েছে |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *