Breaking News

চাকরি দেওয়ার নামে ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, বরাহনগরে গ্রেফতার ভুয়ো সিবিআই অফিসার!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের ভুয়ো অফিসার | এবার নোয়াপাড়া থেকে গ্রেফতার এক ভুয়ো সিবিআই অফিসার | বরাহনগর থানার পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছেন কৃশানু মণ্ডল নামে এক ভুয়ো সিবিআই অফিসারকে | ৪০ লক্ষ টাকা প্রতারণা করেছে কৃশানু বলে অভিযোগ | আইনজীবি দম্পতিকে ফাঁসিয়ে এত মোটা অঙ্কের টাকা আদায় করেছিল কৃশানু বলে অভিযোগ | শিয়ালদা ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবি হিসেবে কর্মরত ছিলেন কৃষ্ণ মণ্ডল | তাকেই প্রতারিত করে কৃশানু | তিনি নাকি কৃষ্ণকে আশ্বাস দিয়েছিলেন সিবিআই-এর অফিসে চাকরি পাইয়ে দেবেন | যার বিনিময়ে ৮০ লক্ষ টাকার চুক্তি হয় | ধাপে ধাপে সেই টাকা নেওয়ার কথা ছিল কৃশানুর| ৪০ লক্ষ টাকা হাতানোর পর চাকরি দেওয়ার কথা বললেই যোগাযোগ বন্ধ করে দেয় কৃশানু| কৃষ্ণ’র স্ত্রীও পেশায় আইনজীবি | তারপরেই ভুয়ো সিবিআই আধিকারিক কৃশানুর নামে বরাহনগর থানায় এফআইআর দায়ের করে আইনজীবি দম্পতি | আর সেই মামলার জেরেই গতকাল রাতে নোয়াপাড়া থেকে গ্রেফতার হয়েছেন কৃশানু | তবে কৃশানুর কাছ থেকে নীল বাতি গাড়ি পাওয়া যায়নি | আইনজীবি দম্পতি পুলিশকে জানিয়েছে, জমি রেজিস্ট্রি নিয়ে ২০১৬ সাল থেকে কৃশানুর সঙ্গে আলাপ তাদের | তারপরে চাকরি করিয়ে দেওয়ার নাম করে ধাপে ধাপে ৪০ লক্ষ টাকা নেয় কৃশানু কিন্তু ২০১৮-এর পর থেকে যোগাযোগ কমিয়ে দেয়। তাই আশেপাশের সমস্ত ঘটনা দেখে থানায় এফআইআর দায়ের করে আইনজীবি দম্পতি | ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে জাল নিয়োগপত্র, ভুয়ো নথি | আজ আদালতে পেশ অভিযুক্তকে | তবে পুলিশের অনুমান এটা কৃশানুর একার কাজ নয়| বড় কোনও মাথার জড়িয়ে থাকার সম্ভাবনা রয়েছে | ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *