দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রবিবাসরীয় দুপুরে চা বিক্রেতা হিসাবে মদন মিত্র দেখা গেল | এক কাপ চায়ের দাম ১৫ লক্ষ টাকা | কালো পাঞ্জাবি, কালো টুপি পরে অনুগামীদের সঙ্গে নিয়ে ভবানীপুর এলাকায় চা-বিক্রি করলেন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র | ছুটির সকালে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী | জ্বালানি, রান্নার গ্যাস, রান্নার তেলের দাম-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির নাভিশ্বাস উঠেছে আমজনতার | আর এর জন্য কেন্দ্রকেই আর একবার দায়ী করলেন বাংলার তৃণমূল বিধায়ক | এদিন মদন মিত্র বলেন, ‘এক কাপ চায়ের দাম ১৫ লক্ষ টাকা | এমন চা আমেরিকার রাষ্ট্রপতিও খাওয়াতে পারেননি | নরেন্দ্র মোদি আমাদের খাওয়াচ্ছেন |’
ক্ষমতায় আসার পর বিদেশ থেকে কালো টাকা এনে তা দেশবাসীর অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে ভাগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি | ২০১৪ সালের সেই প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি | তাই এবার মোদির চা বিক্রেতা ভাবমূর্তিকেই হাতিয়ার করে, চূড়ান্ত খোঁচা দিলেন মদন মিত্র | এদিন বাবুল সুপ্রিয় থেকে তৃণমূলের মিশন ত্রিপুরা নিয়েও মুখ খুললেন মদন মিত্র| কামারহাটির বিধায়ক মদন মিত্রের কথায়, ‘ত্রিপুরায় ক্ষমতায় আসবে তৃণমূল | ওখানে খেলা হবে দিবস নয়, পালিত হবে বিজয় দিবস |’ অন্যদিকে বাবুল সুপ্রিয়কে পরোক্ষে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে রাখলেন মদন | বিজেপি সাংসদের উদ্দেশে বললেন, ‘এত তাড়াতাড়ি আলবিদা কেন? এত সুন্দর আকাশ আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব আছে | এক মাঠে খেলবেন না, অন্য মাঠে খেলবেন |’