প্রসেনজিৎ ধর, কলকাতা :-এবার অফিসার ও কর্মীদের ‘ওভারটাইম-ইনসেনটিভ’ বন্ধ হচ্ছে কলকাতা পুরসভায় | এবার কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ বাধ্য হচ্ছে কিছু কঠিন পদক্ষেপ নিতে | আর এই পদক্ষেপ হল পুরকর্মী ও আধিকারিকদের ‘ওভারটাইম-ইনসেনটিভ’ বন্ধ করে দেওয়া | একই সঙ্গে অবসরের পরেও যে সমস্ত অফিসার বা কর্মীরা ‘অপরিহার্য’তার অজুহাতে দীর্ঘদিন ধরে মোটা টাকা বেতন নিচ্ছেন তাঁদের অধিকাংশকেই ‘বিদায়’ দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে | আসলে ওয়াকিবহাল মহলের মতে, মূল লক্ষ্য হল বাড়তি খরচ কমিয়ে আনা | এর সঙ্গেই বিভিন্ন ক্ষেত্রে দক্ষ কর্মী ও আধিকারিকদের পুরসভায় নিয়োগ করতে চাইছে পুর কর্তৃপক্ষ|এর সঙ্গেই অবসরের পরেও যে সমস্ত কর্মী আধিকারিকদের নানা অজুহাতে মোটা টাকা বেতন দিয়ে রাখা হচ্ছে তাঁদের অধিকাংশকে এবার সম্মানের সঙ্গে কার্যত কাজ থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারেও চিন্তাভাবনা চলছে | প্রসঙ্গত কলকাতা পুরসভায় বর্তমানে স্থায়ী প্রায় ২০ হাজার ও চুক্তিভিত্তিক প্রায় ১৬ হাজার কর্মী রয়েছেন | এদিকে পুরসভা সূত্রে বিভিন্ন ক্ষেত্রে খরচ অত্যাধিক বাড়ছে | কিন্তু সেই অনুপাতে আয়ের সুযোগ কমছে | এর জেরে বিভিন্ন বিভাগ কার্যত আর্থিক সংকটে ভুগছে | দিন কয়েক আগেই ১৬১ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করার পর পুরসভার দুশ্চিন্তা আরও বেড়েছে | এদিকে করোনাকালে দেখা যায় স্বল্প সংখ্য়ক কর্মী দিয়েই নির্দিষ্ট কয়েকটি বিভাগের কাজ ভালোভাবেই চলেছে | এর সঙ্গেই একাধিক আধিকারিক অবসর নেওয়ার পরেও প্রভাব খাটিয়ে উঁচু পদে থেকে মোটা টাকা বেতন পাচ্ছেন| বর্তমান পরিস্থিতিতে খোদ পুর প্রশাসক ওভারটাইম নিয়ে প্রশ্ন তুলেছেন, পুরকর্মীরা কেন আট ঘণ্টার মধ্যেও কাজ শেষ করতে পারছেন না?