নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা :- রাজ্যজুড়ে বিধিনিষেধ শিথিল হয়েছে | তবে করোনা সংক্রমণ ঠেকাতে বেশ কয়েকটি এলাকা চিহ্নিত করে ইতিমধ্যেই কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে | তার মধ্যে একটি দক্ষিণ ২৪ পরগণার গোসাবা | মনে করা হচ্ছে, করোনার তৃতীয় ঢেউ সুন্দরবনের গোসাবার বুকে আছড়ে পড়েছে | সেখানে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে সংক্রমণ | তাই এবার ঝুঁকি এড়াতে টানা তিনদিন বাজার বন্ধের সিদ্ধান্ত নিল গোসাবা ব্লক প্রশাসন | বুধবার থেকে গোসাবা বাজার ও ছোট মোল্লাখালি, সাতজেলিয়া এলাকার বাজার বন্ধ থাকবে | ইতিমধ্যেই গোসাবায় সংক্রমণ মাথাচাড়া দেওয়ায় চার জায়গাকে নতুন করে কনটেইনমেন্ট জোন ঘোষণা করেছে প্রশাসন | তার মধ্যে রয়েছে গোসাবা বাজার, গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতাল, রাজাপুর পশ্চিমপাড়া, ছোট মোল্লাখালি ও হেঁতালবাড়ি দক্ষিণপাড়া |ইতিমধ্যেই এলাকায় মাইকিং করে করোনা বিধি মেনে চলার আহ্বান জানানো হচ্ছে ব্লক প্রশাসনের তরফে | একইসঙ্গে ঘোষণা করা হচ্ছে, আগামী তিন দিনের খাদ্য এবং প্রয়োজনীয় সামগ্রী মজুত করে রাখার জন্য | কারণ আগামী তিন দিন বন্ধ রাখা হবে এলাকার বাজারগুলি | স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুতেই গোসাবায় করোনা রোগীর সংখ্যা ছিল শূন্য | ক্যানিং মহকুমা শাসক আজহার জিয়া বলেন, ‘প্রশাসনের তরফে কড়া নজর রাখা হয়েছে | সংক্রমণ ঠেকাতেই আপাতত তিনদিন বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে | একই সঙ্গে গোসাবা খেয়া ঘাট গুলিতে নজরদারির ব্যবস্থা করা হচ্ছে| মাস্ক ছাড়া কাউকেই খেয়ায় চড়তে দেওয়া হবে না |’