Breaking News

‘অন্যায়ভাবে’ বদলির অভিযোগ,বিকাশভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ৫ শিক্ষিকার

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- অন্যায়ভাবে বদলির অভিযোগে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন পাঁচজন এসএসকে এবং এমএসকে শিক্ষিকা | আচমকা তাঁরা ‘বিষ’ পান করেন | চিকিৎসার জন্য তাঁদের ভরতি করা হয় বিধাননগর মহকুমা হাসপাতালে | পরে দু’জনকে নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতালের স্থানান্তরিত করা হয়েছে | চরম নাটকের ঘটনা ঘটল বিকাশ ভবনের সামনে | শিশু শিক্ষক ও পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন ঐক্য শিক্ষক মঞ্চের শিক্ষিক-শিক্ষিকারা | কখনও আদিগঙ্গার জলে নেমে আবার কখনও মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছেন | যার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে এদের মধ্যে বেশ কয়েকজনকে ভিন্ন জেলা ও উত্তরবঙ্গেও বদলি করে দেওয়া হয়েছে| এদিন বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে এলে ব্রাত্য বসুর সঙ্গে সাক্ষাৎ হয়নি কারোর| তারপরেই আন্দোলন করা শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে পাঁচজন আচমকাই নিজেদের ব্যাগ থেকে বিষের বোতল বার করে নাটকীয়ভাবে বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন | অভিযোগ, মুর্শিদাবাদের ভগবানগোলার শিক্ষিকা ফাজিলাকে বদলি করে দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজপুরে বদলি করে দেওয়া হয়েছে | মুর্শিদাবাদের অপর শিক্ষিকাকে বদলি করে দেওয়া হয়েছে জলপাইগুড়িতে | জ্যোৎস্না টুডু নামে এক শিক্ষিকাকে মেদিনীপুর থেকে বদলি করা হয়েছে জলপাইগুড়িতে | শিখা দাসকে পূর্ব মেদিনীপুর থেকে বদলি করা হয়েছে দক্ষিণ দিনাজপুরে বদলি করা হয়েছে | পুতুল মণ্ডল নামে এক শিক্ষিকাকে দক্ষিণ ২৪ পরগণা থেকে কোচবিহারে বদলি করা হয়েছে | বৃত্তিমূলক শিক্ষিকাদের এই বদলি অনৈতিক বলে দাবি করছে শিক্ষক ঐক্যমঞ্চ |সেই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ঘটনাস্থলে আসে বিধাননগর উত্তর থানার পুলিশ |

মহিলা পুলিশকর্মীদের সঙ্গে শিক্ষিকাদের ধস্তাধস্তি শুরু হয় | পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মধ্যেই তাঁরা ‘বিষ’ পান করেন | তাঁদের মুখ থেকে সাদা গ্যাঁজলা জাতীয় কিছু উঠে আসতে থাকে | তারপরই তড়িঘড়ি পাঁচজনকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় | পরে দু’জনকে নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতালের স্থানান্তরিত করা হয়েছে| শিক্ষিকাদের ‘বিষ’ পানের ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে | বিজেপির বক্তব্য, শিক্ষামন্ত্রীর সবকিছুর জন্য সময় আছে | তিনি ত্রিপুরায় যেতে পারছেন | রাজনীতি করতে পারছেন| অথচ শিক্ষিকাদের সঙ্গে দেখা করতে পারছেন না | অন্যদিকে, শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ বলেন, ‘যদি এই ঘটনায় কেউ অসুস্থ হয়ে থাকেন, তাহলে তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি|’সেইসঙ্গে তিনি জানান, কেউ বা কারা প্ররোচনা দিয়েছেন কিনা দেখতে হবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *