Breaking News

হাওড়া বাদ দিয়ে বাকি পুরনিগমে নির্বাচন কেন? তা নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা!

দেবরীনা মণ্ডল সাহা :- সোমবারই রাজ্যের চারটি পুরনিগমের ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন | কিন্তু হাওড়া বাদ দিয়ে বাকি চারটি পুরনিগমের দিন ঘোষণা করা হল কেন?এই প্রশ্ন তুলেই এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা | এই মামলা দায়ের করেছেন রাজ্যের পুরভোট সংক্রান্ত মামলাকারী তথা পেশায় আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় | সোমবার রাতেই সব্যসাচী চট্টোপাধ্যায় জরুরি ভিত্তিতে একটি ইমেল করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে | তাতে সব্যসাচীবাবু সোমবার রাতেই এই বিষয়ে জরুরি ভিত্তিতে শুনানি চেয়েছিলেন | যদিও প্রধান বিচারপতির পক্ষ থেকে রাতেই সব্যসাচীকে জানিয়ে দেওয়া হয় রাতে জরুরিভিত্তিতে শুনানি সম্ভব নয় | তাঁকে সুনির্দিষ্টভাবে মঙ্গলবার মামলা দায়ের করতে বলা হয় | জানিয়ে দেওয়া হয়, মামলা দায়েরের পরই হাইকোর্ট বিষয়টি শুনবে| সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে, এই মামলার পরবর্তী শুনানি কবে হবে? আদৌ সেই মামলা গৃহীত হবে কিনা, তাও জানিয়ে দেওয়া হবে | এদিন সকালে সেই মামলা দায়ের হয়েছে | মামলাকারীর প্রশ্ন, রাজ্য নির্বাচন কমিশন হাই কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিল পাঁচ পুরনিগমের ভোট একদিনে হবে | তবে কেন বাদ পড়ল হাওড়া? অতি দ্রুত যাতে মামলার শুনানি হয়, সেই আর্জি জানিয়েছেন মামলাকারী| এদিন কলকাতা হাইকোর্টে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সেখানে প্রশ্ন হিসাবে তুলে ধরা হয়েছে, ‘কেন হাওড়া পুরনিগমকে বাদ রেখে ভোট হচ্ছে? বালি পুরসভাকে আলাদা করার বিলে সই নিয়ে কেন বিভ্রান্তি? রাজ্যের পুরভোটের মামলায় আদালতে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল ৫টি পুরনিগমের নির্বাচন হবে ২২ জানুয়ারি | সেখানে আদালতকে জানানোর পরও কেন কমিশন ৪টি পুরনিগমের নির্বাচন ঘোষণা করল? কেন সেই তালিকায় নেই হাওড়া পুরনিগমের নাম? এটা শুধু আদালতকে মিথ্যা তথ্যই জানানো নয়, কার্যত আদালতকে প্রত্যক্ষভাবে অপমান করা হয়েছে | একই সঙ্গে তা স্ববিরোধীতাও | কেন কমিশন চারটি পুরনিগমের নির্বাচন ঘোষণা করল? কেন সেই তালিকায় নেই হাওড়া পুরনিগমের নাম?’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *