Breaking News

‘রাজ্যপালের কুনাট্য’,জাগো বাংলায় রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে এবার জাগো বাংলার সম্পাদকীয়তে রাজ্যপালকে আক্রমণ শাসক দলের | মঙ্গলবার তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র সম্পাদকীয় পাতায় এক সংক্ষিপ্ত প্রতিবেদনেই রাজ্যপালের ভূমিকার কড়া সমালোচনা করল শিরোনামেই স্পষ্ট সেই আক্রমণ-‘রাজ্যপালের কুনাট্য’| এই মুহূর্তে নিজের সাংবিধানিক এক্তিয়ারের বাইরে বেরিয়ে তিনি যেভাবে নানা বিষয়ে হস্তক্ষেপ করছে, সেসব স্পষ্টভাবে উল্লেখ করে নিন্দায় মুখর দলীয় মুখপত্র|এদিনের ,সম্পাদকীয়তে লেখা হয়েছে, “রাজ্যপাল পদটি সাংবিধানিক ও সম্মানের | কিন্তু যদি কোনও ব্যক্তি কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করতে গিয়ে পদটির অবমাননা করেন, তাহলে তো প্রতিবাদ করতেই হয় |” এরপরই জগদীপ ধনখড়ের নাম উঠে আসে | লেখা হয়, “এই যেমন জগদীপ ধনখড় | তাঁর কাজই হল বিজেপিতে অক্সিজেন দেওয়ার চেষ্টা করা |” বিজেপি-র বঙ্গভঙ্গ তত্ত্বের বিষয়টিও উঠে আসে এই প্রসঙ্গে | লেখা হয়, “বিজেপির সাংসদ বিধায়করা বলে চলেছেন, বাংলাকে ভাগ করতে হবে | পাহাড়ে আলাদা রাজ্য চাই| ধনখড় নীরব। তখন তাঁর টুইট আসে না | শান্ত পাহাড়ে প্ররোচনা দিচ্ছে বিজেপি | ধনখড় প্ররোচনদাতাদের দিকে…”জাগো বাংলাতে জগদীপ ধনখড়কে উদ্দেশ করে বলা হয়েছে, তিনি রাজ্যপাল পদের অযোগ্য | তাঁকে ‘বঙ্গশত্রু’ বলে উল্লেখ করা হয়েছে। তিনি বিজেপির ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন বলেও জাগো বাংলায় কটাক্ষ করা হয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *