Breaking News

জামাইষষ্ঠীতে কব্জি ডুবিয়ে খেলেন শোভন চট্টোপাধ্যায়,পাশে বসে তদারকি করলেন বৈশাখী!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- জমিয়ে ভুরিভোজে জামাইষষ্ঠী পালন বৈশাখী-শোভনের | বিশেষ দিনে বিশেষ ভূমিকায় দেখা গেল শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে | গোলপার্কের বাড়িতেই পালন হল শোভন চট্টোপাধ্যায়ের জামাইষষ্ঠী | বৈশাখী নিজের হাতেই সাজিয়ে দিলেন পঞ্চব্যাঞ্জণ, মিষ্টি, ফল | রবিবারের অনুষ্ঠান পর্বের সব ছবি ফেসবুকে পোস্ট করেছেন তিনি | বিশেষ বান্ধবী দেখা দিলেন বিশেষ ভূমিকায় | বৈশাখী জানিয়েছেন, এই দায়িত্ব তাঁর মায়ের হলেও তিনিই পালন করেছেন | মায়ের নির্দেশেই তাঁর সব আয়োজন | ফেসবুকে তিনি জানিয়েছেন, তাঁর মা খুবই অসুস্থ | সে কারণেই শোভনের শাশুড়ির ভূমিকা পালন করতে হল তাঁকে | বৈশাখী লিখেছেন, তাঁর মায়ের চোখে শোভন জামাইয়ের থেকেও বেশি করে সন্তান | এদিন ফল মিষ্টি চব্য চোষ্য লেজ্য পেহ সাজিয়ে শোভনকে খাইয়েছেন বৈশাখী | রুপোর থালায় মিষ্টি সাজিয়ে দেন বৈশাখী, রুপোর গ্লাসেই জল | সেই সঙ্গে রুপোর চামচে করে ‘জামাই’ শোভনকে খাইয়েও দেন বৈশাখী | জামাইআদরে খাওয়ানোর পাশাপাশি বৈশাখী উপহারও দিয়েছেন শোভনকে| যদিও সেটা কী তা জানা যায়নি | তবে ছবিতে অবশ্য গয়নার বাক্সই দেখা গিয়েছে | একই সঙ্গে দেখা গিয়েছে, শোভনের মাথায় বৈশাখীর ‘স্নেহ’ ভরা পরশ | শুধু শোভনকেই নয়, মেয়ে মহুলকেও বৈশাখী ষষ্ঠীর ভোজ খায়েছেন নিজের হাতে | প্রসঙ্গত, ঠিক এক বছর আগে ,গতবছর জামাইষষ্ঠীতে নিজের ফেসবুক অ্যাকাউন্টের নামবদল করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়| নিজের অ্যাকাউন্টের নতুন নাম দেন ‘বৈশাখী শোভন ব্যানার্জি’ | বৈশাখী লিখেছিলেন,’আমি থেকে আমরার পথে যাত্রা শুরু | একবছর ধরে সেই প্রফাইল নামই জ্বলজ্বল করছে বৈশাখীর ফেসবুক পেজে | গত পুজোর দশমীতে বৈশাখীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে দেখা গিয়েছিল শোভনকে | বিজয়া দশমীতে মা দুর্গার সামনেই একটি নিউজ চ্যানেলের অনুষ্ঠানে দেবীবরণ করার পর শোভন চট্টোপাধ্যায় সিঁদুর পরিয়ে দেন দীর্ঘদিনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে | গত এপ্রিলে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের আবেদন মঞ্জুর করে আদালত | স্বামী মনোজিৎ মণ্ডলের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদে শিলমোহর পড়ে যায় | সেই সময়ও বৈশাখীর পাশে ছিলেন শোভন|প্রসঙ্গত শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় সম্পর্কের কথা কারও অজানা নয় | তবে নিজেদের বিয়ে নিয়ে এখনও ওঁরা স্পষ্ট করে কিছু জাানাননি | যদিও বৈশাখী রবিবার জানালেন, শোভন তাঁর মায়ের জামাই|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *