Breaking News

কেকে’র মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি, মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কেকে-র মৃত্যু নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক| সেদিন নজরুল মঞ্চে বেলাগাম ভিড় নিয়ে উঠেছে প্রশ্ন | অতিরিক্ত ভিড়ের কথা মেনে নিয়েছে প্রশাসনও | ঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ, এবার তাঁর মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি | কেকে-র মৃত্যুর তদন্ত সিবিআই-কে দিয়ে করানো হোক, এই মর্মে জনস্বার্থ মামলা করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায়| তাঁকে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ | মামলাকারীর বক্তব্য, আড়াই হাজার আসনে ৭ হাজার টিকিট বিলি করেছিল কর্তৃপক্ষ |এসি চলেনি | আগে থেকে তা পরীক্ষাও করা হয়নি | মঞ্চে শিল্পীর কষ্ট দেখেও ডাক্তার ডাকার কথা মাথায় আসেনি উদ্যোক্তাদের | প্রসঙ্গত,গত মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠানের পর প্রয়াত হন বলিউডের গায়ক কেকে| মাত্র ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর | তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে | প্রশ্ন উঠেছে, নজরুল মঞ্চে অতিরিক্ত ভিড় ছিল কিনা?‌ শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র কাজ করেছিল কি না?‌ বিরোধীরা এই ঘটনাকে অন্ধকূপ হত্যার সঙ্গে তুলনা করেছেন | এবার কেকের মৃত্যু নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট | এই বিষয়ে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেছিলেন, ‘‌নজরুল মঞ্চের ভিতরে নির্দিষ্ট সংখ্যার থেকে বেশি মানুষ ছিলেন একথা ঠিক | তবে দমবন্ধকর পরিবেশ তৈরি হয়েছিল বলে যে দাবি করা হচ্ছে তার সমর্থনে প্রমাণ পাওয়া যায়নি | দর্শকদের সেখানে গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে | কোনও দর্শক পুলিশকে কোনও শারীরিক অস্বস্তির কথা জানাননি | ভিড় সেদিন নিয়ন্ত্রণেই ছিল|’‌

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *