প্রসেনজিৎ ধর :- নজরুল মঞ্চে কোনও রিস্ক ম্যানেজমেন্টের ব্যবস্থা ছিল না | কেকে-র মৃত্যু নিয়ে রাজ্যকে বিঁধে এমনই মন্তব্য রাজ্যপাল জগদীপ ধনকড় | শনিবার বাগডোগরা বিমানবন্দরে রাজ্যপাল কেকে মৃত্যু নিয়ে প্রথমবার মুখ খুলেছেন | বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে কেকে’র মৃত্যু প্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড় বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা | আমাকে অনেকে নজরুল মঞ্চের অনুষ্ঠানের ভিডিও পাঠিয়েছেন | আমি দেখেছি | অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় বিস্তর গাফিলতি ছিল | তার প্রমাণ ভিডিওগুলিতেই পাওয়া গিয়েছে | দর্শকদের ভিড় সামাল দিতে ব্যর্থ প্রশাসন | কার বা কাদের গাফিলতিতে এই ঘটনা ঘটল, তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন |” রাজ্যপালকে পাল্টা নিশানা করেছেন মেয়য় ফিরহাদ হাকিম | তিনি বলেন, ‘রাজ্যপাল কার লোক? শুভেন্দু অধিকারীকে সরিয়ে ওখানে রাজ্যপালের বসা উচিত | ওটা একটা দুর্ঘটনা | হোটেলেও হেঁটে ঢুকেছেন | লিফটে উঠে শরীর খারাপ হয়েছে কেকে-র | স্টেজে ওঁর শরীর খারাপের কোনও ইঙ্গিত ছিল না | একটা মানুষ যদি নাচে, গায় তাহলে কীভাবে বোঝা যাবে তার শরীর খারাপ হচ্ছে | রাজ্যপাল যদি আগে থেকে বুঝতেন তাহলে আগে থেকে বললেন না কেন?’অন্যদিকে, কলকাতা পুলিসের হাতে এসেছে কেকে-র ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট | সেখানে বলা হয়েছে হৃদযন্ত্র ঠিক মত কাজ না করার কারণেই মৃত্যু | ডাক্তারি পরিভাষায় যাকে বলে ‘মায়োকার্ডিয়াল ইনফারকশন’ | ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, হার্ট পর্যাপ্ত রক্ত পাম্প করতে না পারার ফলে ফুসফুস প্রয়োজনীয় অক্সিজেন শরীরে পৌঁছতে পারেনি | হার্ট পাম্প না করতে পারার কারণ হিসাবে বলা হয়েছে হার্টের পুরনো সমস্যা | কোলেস্টেরল জমে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারিকে বিপজ্জনকভাবে সরু করে দিয়েছিল | অ্যাথেরোমাস ডিপোজিট বা ফ্যাট জমে ব্লকেজ মিলেছে বাঁ দিকের করোনারি আর্টারির একাধিক অংশেও | তবে, রাজ্যপালের এই মন্তব্যের ফলে রাজ্যের সঙ্গে সংঘাত যে আরও একবার প্রকট হল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই |